রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হনুমানগড়ি মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করবেন এবং পুজো দেবেন। এরপর শ্রী রাম জন্মভূমিতে গিয়ে রামলালার পুজোয় যোগ দেবেন মোদি। ভূমিপুজো উপলক্ষে রাম,লক্ষ্ণণ, ভরত ও শত্রঘ্নর বিগ্রহকে পরানো হবে নয় রকমের মণিরত্ন-খচিত সবুজ বসন।
সকাল ১১.৪০ মিনিটে হনুমানগড়িতে পুজো দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বেলা ১২.১০ মিনিটে রাম জন্মভূমিতে রামলালা দর্শনে যাবেন। ১২.৩০ মিনিটে ভূমিপুজো হতে পারে। ১২.৪০ মিনিটে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন মোদি। এরপর তিনি ভাষণ দিতে পারেন। দুপুরেই তাঁর নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়ে যাওয়ার কথা রয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রাখতে অযোধ্যায় দু’টি পৃথক মঞ্চ তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, প্রধান মঞ্চটিতে থাকবেন প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং রাম জন্মভূমি ট্রাস্টের চেয়ারম্যান নিত্যগোপাল দাস। দ্বিতীয় মঞ্চে থাকবেন অন্যান্য অতিথিরা। সূত্রের খবর, ভূমিপুজো উদ্বোধনের পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও মোহন ভাগবত।
এখনও পর্যন্ত শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ৩০ কোটি টাকা অনুদান পেয়েছে। সারা ভারতের মানুষের কাছ থেকে আরও ১১ কোটি টাকা অনুদান সংগ্রহ করেছেন মুরারী বাপু। আগামীকালের মধ্যে সেই টাকা এসে পৌঁছবে, জানালেন কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি।