ভারতীয় সময় রোজ সন্ধে সাড়ে সাতটা থেকে আইপিএলের ম্যাচ দেখা যাবে , 19 সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু
কলকাতা টাইম : করোণা আবহে অবশেষে জল্পনা সমাপ্তি কেন্দ্র থেকে আইপিএলে আয়োজন করার অনুমতি মৌখিকভাবে পেয়ে গেল বিসিসিআই। 19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহী তে আয়োজিত হবে এ বছরের আইপিএল 2020 আইপিএল চলবে 10 নভেম্বর পর্যন্ত।ভারতীয় সময় রোজ সন্ধে সাড়ে সাতটা থেকে আইপিএল ম্যাচ দেখা যাবে। 53 দিন ধরে হবে 60 টি ম্যাচ।অবশেষে জল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত আইপিএল আয়োজিত হচ্ছে এটি অনেক বড় বিষয় বলে মনে করছে ক্রিকেটপ্রেমীরা।আইপিএল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে লিখিত অনুমতি পত্র আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো পাওয়া যাবে। আইপিএলের ফাইনাল পড়ছে দেওয়ালের মধ্যে এবছর আকর্ষণীয় হচ্ছে আইপিএল।
তবে করোনার দিকে মাথায় রেখে এবছর থাকছে স্বাস্থ্যবিধির করা করি। এবছর স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করা হয়েছে বোর্ড কর্তাদের মধ্যে সেগুলো কি করে মেনে চলা হবে কি করে সরকারি নিয়ম নীতি গাইডলাইন মানা হবে সেগুলো এখনও স্পষ্ট নয় তবে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেটার হন কি দেশের খেলোয়াড় তারা সকলেই চাটার্ড ফ্লাইটে যাতায়াত করবেন।তবে পরবর্তীকালে বেশ কয়েকটি ম্যাচে নিয়ম ও সামাজিক দূরত্ব মেনে সমান সংখ্যায় দর্শক ঢোকার অনুমতি দেয়া হতে পারে।।
আইপিএল চিনা স্পন্সার ভিভো এটিকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। তবে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত তাতে চীনা সংস্থা সমস্যা শিপ আগের মতোই থাকছে।সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন এবার মহিলাদেরও আইপিএল হবে 1 থেকে 10 নভেম্বর পর্যন্ত হবে মহিলাদের আইপিএল। তার আগে মহিলা ক্রিকেটারদের একটি শিবির করা হবে বোর্ডের এই সিদ্ধান্তে সভাবিক খুশি মহিলা ক্রিকেটাররা।