সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেই তৎপরতার সাথে চিকিৎসাr ব্যবস্থা করল বাংলার সুপারস্টার তথা সাংসদ দীপক অধিকারী
CTime : বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন যাদবপুরের বাসিন্দা। গত সোমবারই কোভিড রিপোর্ট পজিটিভ আসে।বেশ কয়েক জায়গা ঘুরেও হাসপাতালে ভর্তি হতে পারেননি তিনি। সকলেই বেড নেই বলে ফিরিয়ে দিয়েছেন।কিন্তু তার পরিবারেরে দাবি কেপিসি মেডিক্যাল কলেজে হাসপাতালে বেড থাকা সত্ত্বেও তাঁকে ভর্তি নেওয়া হয়নি। তার পর থেকে দুশ্চিন্তায় রয়েছে তার গোটা পরিবার। পুরো ঘটনা জানিয়ে নিজেই সোশ্যালে পোস্ট করেন ওই ব্যক্তি। আর তখনই তা দেবের নজরে আসে। তড়িঘড়ি সেই পোস্ট দেখেই করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করেন সাংসদ। পোস্টেই রোগীর আত্মীয়র ফোন নম্বরে যোগাযোগ করে সমস্ত ডিটেলস নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলে বেডের ব্যবস্থা করেন দেব। দেবের তৎপরতায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। নিজের এলাকা ছাড়াও মানবিকতার খাতিরে তিনি সকলের পাশে রয়েছেন। আাগামী দিনেও তিনি পাশে দাঁড়াবেন বলে কথাও দিয়েছেন।