ক্ষমতায় এগিয়ে কোন দেশ ? প্রতিরক্ষা বাহিনীতে, ভারতীয় বায়ুসেনা তে রাফাল যোগ। ফ্রান্স থেকে 36 টি রাফাল কেনার চুক্তি হয়েছে
ক্যালকাটা টাইম : ফ্রান্স থেকে মোট পাঁচটি রাফাল যুদ্ধবিমান ভারতে এসে পৌঁছেছে।এই ঘটনায় ভারতের অন্য প্রতিবেশী দেশগুলো কোন প্রতিক্রিয়া না দিলেও প্রাতিষ্ঠান প্রমোদ গুনছে যদিও লাদাখ সীমান্তে উত্তেজনা সৃষ্টিকারী চীন এখনো এ বিষয়ে টু শব্দ করেনি এখনো পর্যন্ত পৃথিবীর শক্তিশালী বিমান গুলির মধ্যে রাফাল অন্যতম রাফাল সমগোত্রীয় যুদ্ধবিমানগুলো যে পরিমাণ প্রযুক্তিগত শক্তির অধিকারী তা মোকাবিলা করার জন্য এই মুহূর্তে অন্তত পাকিস্তানের কাছে জবাব নেই। লাদাখ সিয়াচেনে উত্তপ্ত পরিস্থিতি যার উপর সর্বদাই চীন এবং পাকিস্তানের ঈগল দৃষ্টি রয়েছে সেখানে রাফাল বিমান মোতায়েন করে দুই দেশকে জোরালো বার্তা দিতে পারে ভারত। ভারতের সাথে ফ্রান্সের মোট 36 টি রাফাল কেনার চুক্তি হয়েছিল। তার মূল্য প্রায় ৬০ হাজার কোটি টাকা।
১৫০ কিমি দূরে টার্গেট বিদ্ধ করতে পারবে ভারত। 100 কিলোমিটার জায়গার মধ্যে 45 টি নিশানায় একসাথে আঘাত আনতে পারে রাফাল যুদ্ধবিমান টি। রাফাল হলো 4.5 জেনারেশন এয়ারক্রাফট। ইতিমধ্যেই পাকিস্তান বলেছেন যে, বৃহস্পতিবার রাফাল সম্পর্কে পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকী একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমরা ভা”বায়ুসেনার রাফাল এর যোগদানের খবর দেখেছি ভারত যেভাবে সুরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক অস্ত্র থেকে সামরিক ক্ষমতা অর্জন করছে তা খুবই দুঃখজনক”। তিনি একথা বলেন রাফাল পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এ ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র জমা দেওয়ার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে।।
এবার দেখে নেওয়া যাক শক্তিশালী কে
সেনাবাহিনীর দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা মার্কিন মুলুক তারপরেই আছে ভারত,এখনতো রাফাল চলে এসেছে। পৃথিবীর শক্তিশালী দেশের মধ্যে ভারত চতুর্থ স্থানে, সেখানে পাকিস্তান প্রথম 15 মধ্যেও নেই।
যুদ্ধবিমান কটি ? বায়ুসেনা কার শক্তিশালী ?
∆এছাড়াও যুদ্ধবিমান রয়েছে 590 টি সেখানে পাকিস্তানের আসে 320 ∆ভারতের কাছে এটাকিং বিমান রয়েছে 804 অন্যদিকে পাকিস্তানের কাছে 410টি ∆পরিবহনের জন্য 708 টি পাকিস্তানের 486 টি মান পাকিস্তানের 486 টি ∆ভারতের হেলিকপ্টার 720 পাকিস্তানের 328 ∆ভারতের অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে 15,সেখানে পাকিস্তানের 49 টি