রিয়া চক্রবর্তী ও সুশান্তের সম্পর্কের কথা কারোরই অজানা নয়। কিন্তু মহেশ ভাট ! সুশান্ত সিং এর মৃত্যুতে নেপোটিজম তো রয়েছে । এখনো রয়েছে বহু রহস্য।

ক্যালকাটা টাইম : এবার রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সুশান্তের বাবা কে কে সিং বিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে এফআইআরে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীসহ আরও কয়েকজন সদস্যের নাম রয়েছে।এর আগেই সুশান্ত সিং এর প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন সুশান্তের ভক্তরা এবার রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল খোদ সুশান্তের বাবা। পাটনা সেন্ট্রাল জোনের আইজি মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান “রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (306) আত্মহত্যায় প্ররোচনা(341/342) জোর করে ধরে রাখা(380) বাড়ির জিনিস চুরি করা(406) চুক্তি ভঙ্গ করা(420) প্রতারণা ইত্যাদি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে”।

পুলিশ সূত্রে খবর,বিহার পুলিশের চার জনের একটি দল ইতিমধ্যে মুম্বাই পৌঁছেছে প্রয়োজনে মুম্বাই পুলিশকে মহিলা পুলিশের ব্যবস্থা করার জন্য জানিয়েছে তারা। রিয়া চক্রবর্তীকে এর আগে জেরা করে পুলিশ জানতে পেয়েছিল। সুশান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করেছিল রিয়া ইউরোপের ট্যুরের জন্য। অভিনেতা সুশান্তের একজন দেহরক্ষী কেউ বহিষ্কার করেছিলেন তিনি শুধু তাই নয় সুশান্তের কোম্পানিতে তার এবং তার ভাই সৌভিক এর শেয়ার ছিল।।

গত 14 ই জুন নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুশান্তের। শোকে ভেঙে পড়ে গোটা দেশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানায় তিনি আত্মহত্যা করেছে। তার মৃত্যুর পর উঠে আসেন নেপোটিজম এর রহস্য। এখনো পর্যন্ত প্রায় 40 জনকে জেরা করেছে মুম্বাই পুলিশ। এদের মধ্যে রিয়া চক্রবর্তীতী ছাড়াও নাম রয়েছে পরিচালক মহেশ ভট্ট , সঞ্জজায় লিলা ভানসালি সহ অনেকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here