আরো একবার পৃথিবীতে দেখা গেল ওর ফিশ। তবে কি আসতে চলেছে ভয়াবহ ভূমিকম্প ?
ক্যালকাটা টাইম : মাছটির নাম ওর ফিশ।দৈত্যাকার এই মাছের পরিচিতি অবশ্য একটু অন্য কারণে । ভূমিকম্প মাছ হিসেবে পরিচিত ।সবাই এই মাছটিকে ভূমিকম্প মাযহাবে বলে বা নাম জানে এই মাছ ধরা পড়া মানেই আসতে চলেছে ভয়াবহ ভূমিকম্প ইতিহাসে 2011 সালে ফুকুশিমা ভূমিকম্পের আগেও এই মাছ ধরা পড়েছিল রবিবার মেক্সিকোর উপকূলে এই মাছ ধরা পরল আরেকবার। আর সেই খবর রুটে যেতে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে কারণ অনেকেই মনে করছেন সুনামির মতো তীব্র ভূমিকম্প আসতে চলেছে সারাবিশ্বে। স্থানীয় মানুষদের কথা অনুযায়ী এই অংশে তীব্র ভূমিকম্পের আগে এই মাছ ধরা পড়েছিল তাই সাধারণ মানুষ চিন্তায় আছে রবিবারেই মাছ উদ্ধার করেন ফানান্ড কেভেলিনও ডেভিড এই নামে দুজন ব্যক্তি এই মাছের একটি ছোট ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
উদ্ধারকারী দুইজন জানিয়েছেন এই মাছটি ধরা পড়ার অনেক আগেই মারা গিয়েছে ।এদের শরীরে পচন ধরার আগের মুহূর্তে এটি উদ্ধার করা হয়েছে এই মাছ টির সাথে মেক্সিকোর নিজস্ব লোক গাথা কাহিনী জড়িয়ে আছে যেখানে বলা হয় এই মাছটির দেখা পাওয়া মানেই ,ভূমিকম্প হতে পারে।অনেক কন্সপিরেসি থিওরি থেকে দেখা যায় যারা বলেন ভূমিকম্পের আন্দাজ প্রাণীকুল আগে পেয়ে যায় আবার সেই কারণেই সমুদ্রের গভীরতম তল থেকে তারা আগে উপরের দিকে উঠে আসে আর সেই উঠে আসার ইঙ্গিতে হল বড় প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত এই মাসে ক্ষেত্রেও বিষয়টি সেরকমই লোকগাথার।