5 ই জুলাই হালিশহরে হয় এক মর্মান্তিক ঘটনা যেখানে অর্জুন সিং এর গাড়ি ভাঙচুর করা হয় এবং অর্জুন সিং কে নিজের পায়ে হেঁটে বাড়ি যেতে হয়

ব্যারাকপুর চিড়িয়া মোড় সংলগ্ন এলাকায় অর্জুন সিং এর গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি ।

18 ই জুলাই অর্জুন সিং এর বাড়ি থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত এক পথসভা আয়োজন করা হয় , কিন্তু দেখা যায় প্রায় দু’শো উপরে পুলিশ রাস্তা গার্ড  করে দাঁড়িয়ে আছে । এবং হালিশহর ঠিক এমনটাই হয় অর্জুন সিং এর সাথে অকথ্য ভাষায় কথা বলা হয় । 

অর্জুন সিং এর বক্তব্য – 

তিনি সাংবাদিকদের সামনে এসে জানান যে তিনি এই রেলি করেন কারণ পশ্চিমবঙ্গে দুর্নীতি বেড়ে গেছে করোনা বাড়ছে , যখনই তৃণমূলের কোন পথসভা হচ্ছে পুলিশ তাতে সহযোগিতা করছে কিন্তু বিজেপির পথসভা হলেই সেখানে পথ আটকে রাখা হচ্ছে , কোথাও কোন বিজেপি সাংসদদের কাজ করতে দেয়া হচ্ছে না বলে তিনি দাবি করেন । এবং তিনি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে অনুরোধ করেন প্লিজ সবাই করোনা ব্যাপারে সচেতন হোন , কেউ যদি বিপদে পড়েন তাহলে আমাকে বলুন আমি আপনাদের সাহায্য করবো ,কারো সাথে যদি কেউ অন্যায় করে তাহলে আমাকে বলুন আমি আপনাদের পাশে থাকব  ।

এবং সাংসদ অর্জুন সিং বলেন – আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির আদর্শে আদর্শিত , তিনি যদি দেশের জন্য প্রাণ দিতে পারে আমিও বাংলার মানুষদের জন্য প্রাণ উৎসর্গ করতে রাজি । 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here