প্রথম 10 জনের মধ্যে রয়েছে 84 জন। এবছরের মাধ্যমিকে প্রথম হয়েছে অরিত্র পাল পূর্ব বর্ধমান স্কুল মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল প্রাপ্ত নম্বর 694 m দ্বিতীয় স্থান পেয়েছে সায়ন্তন গরাই বাঁকুড়া অন্দা হাই স্কুল প্রাপ্ত নম্বর 693 মনমাধ্যমিকে তৃতীয় স্থান পেয়েছে সৌম্য পাঠক কাটোয়া দ্বিতীয় অভিক দাস তাদের প্রাপ্ত নাম্বার 690। মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে দেবস্মিতা মহাপাত্র মেদিনীপুর ভবানীচক হাই স্কুল এবং হাবরা রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিত্র মাইতি । মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ হয়েছে অগ্নি ভ সাহা স্কুল বীরভূম জেলা স্কুল প্রাপ্ত নম্বর 689।পঞ্চম হয়েছে চারজন দক্ষিণ দিনাজপুরের অঙ্কিতা সরকার বর্ধমানের স্বস্তি সরকার মুর্শিদাবাদের বিভাস মন্ডল এবং বাঁকুড়ার রস্মিতা মহাপাত্র।

এবছর প্রথম দশজনের মধ্যে নেই কলকাতার স্কুলের কোন পরীক্ষার্থী এ বছর মোট পাস করেছে 86 দশমিক 34 শতাংশ ছাত্র পাস করেছে 89 দশমিক 87 শতাংশ ছাত্রী 83 দশমিক 48 শতাংশ।কলকাতায় পাসের হার 91 দশমিক 3 শতাংশ এবছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 56 56 68 জন।

আগামী সপ্তাহে মার্কশিট দেওয়া হবে তবে পরীক্ষার্থীরা গিয়ে মার্কসের দিতে পারবেনা অভিভাবকদের গিয়ে মার্কসের সংগ্রহ করতে হবে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লাখ 68 হাজার 980 জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here