realme 14 ই জুলাই তাদের একটি নতুন সেট এসছে c 11 ,  এই সিরিজের সমস্ত ফোন মিলে প্রায় 75 লাখের ওপর বিক্রি হয়েছে আমাদের ভারতবর্ষে তাই এই কোম্পানি ইলেভেন সিরিজ আনার কথা ভেবেছে যে মোবাইলে ইন্ডিয়ায় প্রথম g35 প্রসেসর দেওয়া হয়েছে এবং সব থেকে বড় ব্যাটারি 5000mh ও দেয়া হয়েছে , 

  1. কিন্তু ইন্ডিয়ায় 75 লাখ বিক্রি হওয়ার পর এই কোম্পানি কি করলো এটা  , এই মোবাইল টির দাম প্রায় 7499 রাখা হয়েছে, এই মোবাইলটি আসছে অ্যান্ড্রয়েড টেনর উপর , কিন্তু যখনই এই মোবাইলটিকে ইউটিউবাররা আনবক্সিং করতে যায় সেটিংস করার পর দেখা হয় এই মোবাইলে দুটি অ্যাপ ইন্সটল করা আছে ১. হ্যালো অ্যাপ ২. ক্লিন মাস্টার ভারতবর্ষে সৈন্য হামলার পর চীনের 59 টি অ্যাপস বন্ধ করে দেয়া হয়েছে কিন্তু রিয়েল মি একটি চায়না কোম্পানি হওয়াতেও তার হয়তো মাথায় রাখা উচিত ছিল যখন ভারতবর্ষে 75 লাখ লোক তার সেট কিনেছে তাহলে যে চীন ভারতবর্ষের সাথে বেঈমানি করেছে যে অ্যাপ গুলি ভারতবর্ষে বন্ধ সেই অ্যাপগুলি কেন দিল তারা সেই মোবাইলে তাহলে কি এটি ভারতবর্ষের সাথে বেঈমানী করা হলো না ?? এরকম একটি কোম্পানি যাকে ভারতবর্ষের ঠিক চয়েজের মোবাইল বলা হয় সেই কোম্পানি আজ দেশের মানুষদের সাথে বেইমানি করল যে দেশ এই সিরিজের প্রায় 75 লাখ লোক কিনেছে সেই দেশের মানুষের সাথে আজ কোম্পানি বেইমানি করল

এবং একটি ইউটিউবার এই মোবাইলটি আনবক্সিং করতে গিয়ে দেখে মোবাইলটিতে যে অ্যাপ গুলি ভারতবর্ষে ব্যান করার কথা ছিল সেই এক গুলির মধ্যে থেকেই দুটো অ্যাপ ইন্সটল করা রয়েছে এই দেখে সে আনবক্সিং করাই বন্ধ করে দেয় এবং সে বলে রিয়েল মির আনবক্সিং করবে না

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here