গুরু পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ আজ একই দিনে, আজকের দিনটি খুবই শুভ মনে করছেন অনেকেই।

পৃথিবীর সকল গুরু কে শ্রদ্ধা ও ও প্রণাম। আজকের দিনটি সকলে গুরুর উদ্দেশ্যে পালন করা হয়,গুরু মানে যে আপনাকে দেখা দেয় সেও হতে পারে মাতা পিতা হতে পারে আপনার যে শুভাকাঙ্ক্ষী সেও হতে পারে আপনি যার কাছ থেকে কিছু শিখেছেন সে ও হতে পারে, সে ছোট হোক বা বড় আপনি যাকে গুরু মানেন সেই আপনার গুরু

 

আজ একদিকে যেমন গুরু পূর্ণিমা অন্যদিকে বিকেলে চন্দ্রগ্রহণ শাস্ত্র মতে এই দিনটি খুবই শুভ এবং দিন নাকি খুবই কম আসে বছরে তাই এই দিনটি শুরু হোক সুন্দর করে সকলের জ্যোতির্বিদরা বলেছেন আজকের দিনটি শুভ ফল পাওয়ার জন্য অবশ্যই সকাল থেকে গুরুর নাম নিতে শুরু করুন গরুর নাম দিয়েই শুরু হোক এই দিনটি সাথে সকালে স্নান করে পরিষ্কার পোশাক ধারণ করে হলুদ রংয়ের ফুল গুরু পায়ে দিন। গঙ্গা স্নান করতে পারেন কিন্তু যাদের অনেক দূরে গঙ্গা তারা কলের জলে ই স্নান করুন। এতে বাধা-বিপত্তি কাটবে। অনেকে বলছেন আজ আমি সছেরের নিরামিষ খাবারের প্রতি আস্থা রাখুন প্রয়োজনে খিচুড়ি ও খেতে পারেন আজ গুরু দীক্ষা নেওয়ার জন্য খুবই শুভ দিন।আজকের দিনটাকে ধান জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ভরিয়ে তুলুন দুঃস্থদের সাহায্য করুন কেউ যদি আপনার থেকে কোন সাহায্য চায় এড়িয়ে যাবেন না এগিয়ে যান।

চন্দ্রগ্রহণের দিন দান করলে নাকি পূর্ণ হয় জ্যোতিষবিদদের ও পণ্ডিতদের মত। আজকের দিনে পশু পাখিকে খাওয়ান।আজকের দিনে গর্ভবতী নারীদের বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দেন বয়স জ্যেষ্ঠ র।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here