এর জন্য প্রথমে সুবিধা পেতে চলেছে বিহার সামনে রয়েছে বিহার বিধানসভার ভোট ফলে বিহার রাজ্যের মানুষেরা এই সুবিধা প্রথমে পাবেন।

মূল ঘটনাটি কী চলুন জেনে নিই।                         ক্যালকাটা টাইম :দেশজুড়ে করোনা সংক্রমণ মহামারীর আকার ধারণ করেছে কিন্তু এরই মধ্যে বিভিন্ন নির্বাচন উঁকি মারছে বেশকিছু নির্বাচন পিছিয়ে দেওয়া হলেও তা কত দিন পিছিয়ে রাখা সম্ভব এটা নিয়ে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে এরইমধ্যে আইন মন্ত্রিসভায় বিধানসভা নির্বাচন গুলোর জন্য পোস্টার ভোটের সময় সীমা কমিয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রকাশ করা হয়েছে নতুন নির্দেশিকা।।

2019 এর সরকার নির্বাচন আইন সংশোধন করেন তখন নির্দেশিকা ছিল 80 বছরের বেশি যাদের তারা লোকসভা ও বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তবে দেশে কোনো মহামারী আকারে নেওয়ার পরে অবশ্য নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করে এই আইন সংশোধনের জন্য এরপর হাজার 900 জুন আই মন্ত্রকের তরফে জানানো হয় আই নতুন করে পরিবর্তনের কথা অর্থাৎ বয়স 65 বেশি হলেই কেউ পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here