CBSE সিবিএসই বোর্ডের দ্বাদশ দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হলো একই পথে চলছে আইসিএসই বোর্ড
ক্যালকাটা টাইম করোনা পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা বাতিলের জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয় সেই মামলায় কেন্দ্র ও বোর্ড সিবিএসসি দ্বাদশ শ্রেণি পরীক্ষা নিয়ে কি ভাবছে সুপ্রিম কোর্ট জানতে চাই বেস্পতিবার মধ্যে উত্তর চেয়েছিল শীর্ষ আদালত সিবিএসসি দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষাগুলি পহেলা জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে হওয়ার কথা ছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দেশের শীর্ষ আদালত কি জানিয়েছে জুলাইয়ের পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে কোন পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে কি ভাবছে সুপ্রিমকোর্ট জানতে চেয়েছিল।
CBSE মতো একইভাবে বাতিল হয়ে যাচ্ছে CISCE, ICSE, ISE বাকি পরীক্ষাগুলো সিইএসসি জানিয়েছে তারা ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট এর মাধ্যমে grade দেবে। এবছর লকডাউন এজিলেক কলেজ এডমিশন শিক্ষাবর্ষ প্রভৃতি নিয়ে সুপ্রিম কোর্ট বিস্তারিত জানতে চেয়েছে কেন্দ্র জানিয়েছে শুক্রবার এই যাবতীয় বিষয়ে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে।