বড়সড় হ্যাকিংয়ের আশঙ্কা ভারতের সাইবার দুনিয়ায়। এবার হ্যাকাররা হামলা চালাতে পারে উত্তর কোরিয়া থেকে।গত শুক্রবার জেডি নেট নামে একটি সংস্থার করা রিপোর্টে দেখা গিয়েছে, ভারত সহ ছটি দেশ এই সাইবার হামলার মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ছটি দেশের মধ্যে রয়েছে, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন ও আমেরিকা। হ্যাকাররা মোট ৫০ লক্ষ অ্যাকাউন্টকে টার্গেট করেছে। তাঁদের তথ্য হাতিয়ে ডার্ক নেটে সেগুলি বিক্রি করে দেওয়াই হ্যাকারদের লক্ষ্য। সিকিউরিটি ভেন্ডর সাইফার্মা জানিয়েছে, সাধারণত কোনও একটি লোভনীয় ইমেল পাঠিয়ে গ্রাহককে সেই মেল আইডি তে ক্লিক করার লোভ দেখাচ্ছে সংস্থা। সেই লিঙ্কে ক্লিক করলেই হচ্ছে সর্বনাশ। অনেকক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতার বার্তা দেওয়ার ই মেলেও এই ধরণের ফাঁদ পাতা হচ্ছে।

সাইফার্মার পক্ষ থেকে বলা হয়েছে, তারা সবকটি দেশকেই এই বিষয়ে বিস্তারিত নজর রাখতে বলেছে। জানা গিয়েছে এই হ্যাকাররা ল্যাজারস নামে একটি দলের সঙ্গে যুক্ত। এরা ব্যক্তিগত তথ্য বিক্রি করার পথে তো হাঁটতেই পারে, পাশাপাশি এদের লক্ষ্য হতে পারে অ্যাকাউন্ট থেকে বড় অংকের একটা টাকা হাতিয়ে নেওয়া

হ্যাকাররা দাবি করেছে, ইতিমধ্যে তাদের হাতে ১১ লক্ষ জাপানের মানুষের ইমেল আইডি আছে। আছে ২০ লক্ষ ভারতীয়ের ইমেল আইডি। ১ লক্ষ ৮০ হাজার ব্রিটেনের মানুষের আইডিও রয়েছে তাদের হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here