২১ জুন বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের (Solar Eclipse 2020) সাক্ষী হতে চলেছে বিশ্ব৷ এই সূর্যগ্রহণটি আক্ষরিক অর্থেই বিরল৷ মায়া সভ্যতার ক্যালেন্ডার বলছে, এই দিনটি ডুমস ডে (Dooms Day)৷ জুন ২০২০ তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে৷ মায়ান ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টপূর্ব ৩১১৪ সালে পৃথিবীর সৃষ্টি হয়েছে৷ মায়া সভ্যতার ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর আয়ু ৫১২৬ বছর৷ যদিও এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই৷
২১ জুনের সূর্যগ্রহণটি ২০২০ সালের প্রথম সূর্যগ্রহণ৷ তারপরের গ্রহণটি হবে ১৪ ডিসেম্বর৷ সাধারণত চন্দ্রগ্রহণের আগে বা পরে সূর্যগ্রহণ হয়৷ সেই ১৯৯৫ সালের স্মৃতি উস্কে ফের দেখা যাবে আগুনে আংটি বা রিং অফ ফায়ার৷সূর্যের মাঝখানের অংশ ঢেকে গিয়ে আংটির মত চেহারা নেবে৷ সূর্যের সর্বোচ্চ ৯৯.৪% ঢেকে দেবে চাঁদের ছায়া৷ ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন৷ উত্তরায়ণের দিনই সূর্যগ্রহণ হচ্ছে৷ ১৯৩৮ সালের পর ২০২০-তে ফের উত্তরায়ণে সূর্যগ্রহণের সাক্ষী থাকবে বিশ্ববাসী৷
কলকাতায় সহ রাজ্যের বাকি অংশে কি সূর্যগ্রহণ দেখা যাবে? গ্রহণ শুরু হবে সকাল ১০টা ৪৬ মিনিট থেকে৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে৷ গ্রহণ চলবে দুপুর ২টো ১৭ মিনিট পর্যন্ত৷ কলকাতার আকাশে সূর্যকে ৭২ শতাংশ ঢেকে ফেলবে চাঁদ৷
ভারতে কখন দেখা যাবে এই গ্রহণ ? রতেআংশিক গ্রহণ দেখা যাবে সকাল ৯.১৫ মিনিট ৫৮ সেকেন্ডে৷ এরপর প্রথম পূর্ণগ্রাস গ্রহণ হবে সকাল ১০.১৭ মিনিট ৪৫ সেকেন্ডে৷ গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে দুপুর ১২.১০ মিনিট ৪ সেকেন্ডে৷ সূর্যগ্রহণ চলবে দুপুর ২.০২ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত৷ আংশিক গ্রহণ শেষ হবে দুপুর ৩.০৪ মিনিট৷
সূর্যগ্রহণে শরীরের উপর কোনও প্রভাব পড়ে?এ ধরনের গ্রহণের সময় হাই এনার্জি, ভাইব্রেশন তৈরি হয় বলছেন বিজ্ঞানী এবং চিকিৎসকরা৷
Like share and subscribe our YouTube channel, in YouTube search Calcutta time,like our Facebook page same as YouTube Calcutta time, join our WhatsApp group 912 3359 407