তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য সলমন খানের দিকে অভিযোগের আঙুল তলায় অভিনব কাশ্যপ কে নির্মমভাবে ট্রল করা হচ্ছে বললেন পরিচালক অভিনব কাশ্যপ তার দাবি মনে হচ্ছে পাকিস্তান বাংলাদেশ ঢাকা সালমানের ট্রলার মেয়ে পড়েছে তার একটি পোস্ট পরিচালকের অভিযোগ তার ইমেইল আইডি হ্যাক করার চেষ্টা চলছে তার প্রশ্ন খানের এত ঘাবড়ে গিয়েছে কেন কেনো এভাবে আমার মুখ বন্ধের চেষ্টা করছে ?

অভিনব কাশ্যপ ফেসবুকে পোস্ট করেছিলেন সত্যি কথা বলায় সালমানের হয়ে নোংরা ভাষায় গালিগালাজ করছে তাকে এতেই বোঝা যাচ্ছে কি ধরনের লোকেরা তাকে পছন্দ করে সরকারের উচিত খানের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের পাকিস্তান ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, পরিচালক হ্যাশট্যাগ দিয়েছিলেন #বয়কট সালমান খান #মিন্টু # তদন্ত #আত্মসমীক্ষা

সালমান খান এর প্রতিক্রিয়া না দিলেও তার বাবা সেলিম খান জবাবে দিয়েছেন হ্যাঁ”আমরাই তো সব শেষ করে দিয়েছি আগে অভিনব সিনেমা দেখুন তারপর কথা বলব নিজের বিবৃতিতেও আমার নাম আছে বোধহয় আমার বাবা নাম জানে না তার নাম ছিল রশিদ খান আমার পূর্বপুরুষের নাম ওর বলা উচিত ওর যা ইচ্ছে গুলো আমি সময় নষ্ট করব না”

অনুরাগ কাশ্যপের ভাইয়ের অভিযোগ আরবাজ খানের জন্য দাবাং টু’ ছবি থেকে সরে আসতে হয় তাকে খান পরিবার চেষ্টা করেছিল তার ক্যারিয়ার শেষ করে দিতে শ্রী অষ্টভিনায়ক ফিল্ম তাকে দিয়ে একটি পরিচালনা করার জন্য একটি ছবি সই করা কিন্তু আরবাজ তাদের প্রধান রাজমাতাকে নিজে ফোন করে হুমকি দেন ছবিটি তাকে দিলে ফল খুব খারাপ হবে তাকে চুক্তির টাকাও ফেরত দিয়ে দেয়া হয় তিনি জানান সেখানে ঘটনা। তার কথায় আমার শত্রুরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ও দ্রুত তারা সময় সময় পিছন থেকে আক্রমণ করে এবং লুকিয়ে পড়ে আমার শত্রু কারা কারা এখন তাদের চিনতে পেয়েছি তারা হল সেলিম খান সালমান খান আরবাজ খান ও সোহেল খান আরো অনেক ছোট ছোট লোক আছে। অভিনব এর অভিযোগ সালমান খানের পরিবার রাজনৈতিক যোগাযোগের আন্ডারওয়ার্ল্ডের সাথে ওঠাবসা কে কাজে লাগিয়ে সবাইকে ভয় দেখান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here