ভারত-চীন তত্ত্ব আবহে 33 টি যুদ্ধ বিমান কেনার প্রস্তাব।আগামী সপ্তাহের মধ্যে প্রায় 5 হাজার কোটি টাকা প্রকল্প চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রতিরক্ষা মন্ত্রক।

Calcutta Time: লাদাখ সীমান্তে চীনের সাথে উত্তপ্ত পরিস্থিতিতে বায়ুসেনা কে আরো শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করে দিলো ভারত ভারতে 12 সুখোই 21 নতুন Mig 29s যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিল ভারত।কেন্দ্র সরকার সূত্রে খবর প্রস্তাবটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে গিয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে রাশিয়ার থেকে আরো মেঘ তরাইনের যুদ্ধ বিমান mig 29s পাশাপাশি mig 29 চলতে যুক্তিতে কিছু অদল বদল করা হবে। 2016 সালে 36 রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পর এর দ্বিতীয় পর্যায়ে 33 যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here