বয়স হিসাব করে কি ভালোবাসা হয়? ভালোবাসা তো স্থান-কাল-পাত্র বিবেচনা করেও হয় না সব সময়। ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়।
ছেলেরা তার থেকে ছোট বয়সের মেয়েকে বিয়ে করবে এমনটাই আমাদের সমাজের স্বাভাবিক রীতি অসম বয়সের সম্পর্ক আমাদের সমাজে স্বীকৃত কিন্তু সে ক্ষেত্রে পুরুষকে হতে হবে বড় আর মেয়েকে হতে হবে ছোট এটাই প্রচলিত উল্টোটা হলে সহজে সমাজ এবং পরিবার সহজে মেনে নিতে চায় না কিন্তু তাই বলে কি ব্যতিক্রম হতে পারে না ভালোবাসা তো মানে না কোন মানে না কোন রং মানে না কোন জাত একজন মেয়ে তার চেয়ে বয়সে ছোট ছেলের প্রেমে কি পড়তে পারে না ? বিয়ে করতে পারে না ? হ্যাঁ অবশ্যই করতে পারে
তারকা জগৎ এ বয়সে বড় মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করার ভুরি ভুরি উদাহরণ আছে যেমন শচীন অঞ্জলি অভিষেক-ঐশ্বরিয়া প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনস, কিন্তু আজকাল আমাদের নিজেদের আশেপাশে একবার লক্ষ্য করলে প্রায়শই এরকম উদাহরণ চোখে পড়ে যায় আজ আমরা একটি প্রতিবেদন জানাবো যে বয়সে বড় মেয়েদের বিয়ে করলে কি কি সুবিধা হয়
1) স্বাভাবিকভাবেই বয়সে বড় মেয়ে ছোট বয়সের মেয়েদের তুলনায় অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে জানে যার ফলে ছেলেরা আকৃষ্ট হয় এর ফলে স্ত্রী এবং স্বামীর মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকে
2) বয়সে বড় মেয়েদের ছেলে মানুষ এটা ছোট বয়সের মেয়েদের তুলনায় কম থাকে ফলে এইসব মেয়েরা কথায় কথায় ঝগড়া কান্নাকাটি পাবলিক প্লেসে ভুলভাল আচরণ এগুলি করে না যেটা ছেলেদের কাছে একটি বড় ফ্যাক্টর হয় সব সময়
3) বয়সে বড় মেয়েরা স্বাভাবিকভাবে বেশিরভাগ সময় আর্থিকভাবে স্বাবলম্বী হয় ফলে ছেলেদের পকেটের সব সময় টান পড়ে না কিছু সময় মেয়েরা নিজেরাই আর্থিক দিকটা সামলে নিতে পারে
3) বয়সে বড় মেয়েরা বয়সে ছোট মেয়েদের মত কখনোই তুচ্ছ বিষয় নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে না যেটা ছোট মেয়েদের ক্ষেত্রে একটি বড় সমস্যা, বড় মেয়েদের কনফিডেন্স ছেলেদের কাছে খুবই আকর্ষণীয় হয়
4) বয়সে বড় মেয়েরা অনেক বেশি বুঝে তার হন এবং জীবনের প্রতিটি সমস্যা অনেক গুরুত্ব দিয়ে বিচার করে থাকেন এবং সমস্যাগুলির সমাধান করে নেয় শান্ত মাথায় ফলে ছেলেদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় খুব তাড়াতাড়ি ও সহজে
5) পরিণত বয়স হওয়ায় বড় মেয়েরা কোন কিছু নিয়েই জীবনে খুব একটা চাপ নেয় না আর স্বভাবে শান্ত হয় এ ধরনের মহিলাদের অনেক পুরুষই পছন্দ করেন
6) ছেলের থেকে বয়সে বড় হওয়ার ফলে সেই মেয়েটি বুঝতে পারে কোন সম্পর্ক বা সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে আপনাকে কষ্ট পেতে হতে পারে ফলে সেটা তারা করে না সহজে
7) অনেক পুরুষেরই পছন্দ শারীরিক সম্পর্কে অভিজ্ঞতা পরিণত মহিলাদের সে ক্ষেত্রে বয়সে বড় মেয়েদের জুড়ি মেলা ভার তারা শারীরিক সম্পর্কের দিক থেকে বয়সে ছোট মেয়েদের থেকে অনেক বেশি এগিয়ে থাকে