আজ দেশজুড়ে পালন “ঈদ- উল -ফিতর”

0
442

আজ দেশজুড়ে পালন ঈদ-উল-ফিতর এক মাসের শেষ দিন ঈদ পালন করা হয়। যারা সারা মাস প্রকাশ করেছেন তাদের কাছে এই দিনটি খুবই আনন্দের কিন্তু এবার লকডাউন ও করনা ভাইরাসের কারণে ঈদের খুশি একবারেই ম্লান করে দিয়েছে। করোনা ভাইরাস এর জেরে রেড রোডে ঈদের জামাত হবে না এবার কোনো সমাবেশ করে নামাজ পড়া হবেনা এবার।।

শনিবার মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন দয়া করে এই বছর মসজিদে গিয়ে নামাজ নয় এখন সব ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ আমি নিজেও প্রতিবছর ঈদে জমাতে থাকি এবছর পারলাম না তাই ঘরে বসেই ঈদের নামাজ পড়ুন করণা সংক্রমণ রোধ করতে।।

কলকাতার নাখোদা মসজিদের ইমাম ও বলেছেন গোটা দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা ঈদ সবার জীবনে খুশির জোয়ার বয়ে আনুক প্রার্থনা করি দেশ থেকে যেন করোনা ভাইরাস দূর হয় শনিবারই দিল্লির জামা মসজিদ ইমাম ঘোষণা করেছেন রবিবার ঈদ পালন করা হবে কারণ রবিবারই মাসের শেষ দিন পড়েছিল শনিবারে উপসাগর সহ দুনিয়ার বিভিন্ন দেশে ঈদ পালন হয়েছে ইমাম ঘোষণা করেছিলেন নামাজের শেষে হাত মেলাবেন না সামাজিক দূরত্ব বজায় রেখেই এই বছরটি পালন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here