. আপনাদের গারুলিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ও CIC হিসেবে অনন্যা সাহা 10 বছর অতিক্রম করলেন, এই দীর্ঘ পথ চলতে গিয়ে বহু বাধার শিকার হয়েছে তিনি। ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকার. 2010 সালে এই ওয়ার্ড যখন আপনারা  তার হাতে তুলে দিয়েছিলেন এই ওয়ার্ডের সমস্ত মা মাটি মানুষের কাছে তার যা যা প্রতিশ্রুতি ছিলো সমস্তটাই আপনাদের সহযোগিতায় পূরণ চেষ্টা করছেন তিনি . কিন্তু 2018 সালে বিধানসভার উপনির্বাচনের পর কিছু স্বার্থলোভী মানুষ এবং বিধায়ক ও তৎকালীন পৌরপ্রধানের অসহযোগিতায় টানা এক বছর উন্নয়ন থেমে থাকে 1নম্বর ওয়ার্ডে, মা মাটি মানুষ বঞ্চিত হয় বিভিন্ন সরকারি সুবিধা থেকে. তারপর দীর্ঘ লড়াইয়ের পর আবারো উন্নয়নের পথে ওয়ার্ডকে ফিরিয়ে আনতে পেরে তিনি আনন্দিত. বর্তমানে পৌরসভার পৌরপ্রতিনিধির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রত্যেকটি পৌরসভায় বর্তমানে প্রশাসক বসানো হয়েছে. শ্রীমতি অনন্যা সাহার মতে আশীর্বাদে আবার ও আমি Administrator Committee Member হিসেবে নিযুক্ত হয়েছি. আমার বিশ্বাস বিগত দিনে আপনারা যে ভাবে পৌরমাতা হিসেবে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন আগামীদিনেও প্রশাসক হিসেবে আপনাদের পাশে থাকার সুযোগ নিশ্চই আপনারাই করে দেবেন. ধন্যবাদ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here