নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি স্টেজ করা হয়েছে ।যেখানে চার বছরে 40 টি বিষয়ে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীকে
ক্যালকাটা টাইম : দেশের শিক্ষাব্যবস্থায় বড় সর বদল আনছে কেন্দ্রীয় সরকার। নতুন শিক্ষানীতিতে সবুজসংকেত কেন্দ্রীয় মন্ত্রীসভা। কি রয়েছে ওই নতুন শিক্ষা ব্যবস্থায় ? দেখুন। এর পাশাপাশি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদল করে করা হলো শিক্ষা মন্ত্রক। কেন্দ্রেরে পরিকল্পনা দর্শন ও দ্বাদশ শ্রেণীতে আর নতুুন করে বোর্ডেের পরীক্ষা নেওয়া হবেে না। পরিবর্তে আনা হয়েছেে 5+3+3+4 পদ্ধতি। এখানে প্রাথমিক শিক্ষাাকে আনা হয়ে়েছে স্কুলের আওতায়। ক্লাস ওয়ান টু কে রাখাা হয়েছে প্রি-প্রাইমারি মধ্যে এটিকে বলা হচ্ছে ফাউন্ডেশন কোর্স।

নতুন শিক্ষা ব্যবস্থায় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 31th করা হয়েছে এটিকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টেজ এখন আর। মাধ্যমিক উচ্চমাধ্যমিক দিতে হবে না। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছরে মোট 40 টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে কিছু পরীক্ষা নেবে বোর্ড এবং বাকি গুলি নেবে স্কুল।এই চার বছরে কোর্স হবে মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ পড়ুয়ারা তাদের পছন্দের মত বিষয় বেছে নিয়ে পড়াশোনা করতে পারবে। এদিকে যারা উচ্চ শিক্ষায় গবেষণা করবে তাদের চার বছরের কোর্স হবে এম ফিল করতে হবে না।স্নাতক স্তরে প্রতিটি বছরের পর সার্টিফিকেট দেওয়া হবে দ্বিতীয় বছরের পর দেওয়া হবে ডিপ্লোমা। তৃতীয় ও চতুর্থ বছর পর দেয়া হবে স্নাতক এর সার্টিফিকেট।
বিজেপি সরকারের নির্বাচনী ইশতেহার ছিল শিক্ষা ব্যবস্থা সংস্কারে এই নিয়ে একটি কমিটিও গঠিত হয় ইতিমধ্যে কমিটির নেতৃত্বে ছিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ক কস্তুরিরঙ্গন । গত বছর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছ থেকে ওই প্রস্তাব জমা দেয় কমিটি সেই খসড়া প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন করেছে বলে জানা গিয়েছে। অনুমোদনের কথা জানিয়েছে পোখরিওয়াল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।




