শার্লী সেটিয়া
নামটা কারো অজানা নয় ইউটিউব বা বিভিন্ন অ্যালবামের গান সেবার করেছে বিভিন্ন পুরনো গান বা বিভিন্ন হিট গান কে সে এক নতুন রূপ দিয়ে গানের জগতে এনেছে ইতিমধ্যেই সে আতিফ আসলাম এবং অন্যান্য গায়কদের সাথে কাজ করেছে বর্তমানে কিন্তু কোন গানের শুটিং চলছে না কিন্তু এর মধ্যেই খবর পাওয়া গেছে যে শার্লী সেটিয়া এবার নেটফ্লিক্সে ওয়েব সিরিজে আসতে চলেছে এই লকডাউন অর্থাৎ বলা যেতেই পারে সালিশে টিয়া গানের পাশাপাশি আবার ওয়েব সিরিজ পা দিতে চলেছে
আপনাদের কাছে একটি বিশেষ নিবেদন আপনারা লকডাউন কে কেউ হালকা ভাবে নেবেন না, ঘরে থাকুন সুস্থ থাকুন