সালমান খান

নামটি কারুর অচেনা নয় সালমান খান মানেই কিন্তু ঈদে আসছে এক নতুন চমক কিন্তু বর্তমানে কিন্তু চলছে লকডাউন আর এই লকডাউন কোন সিনেমা হলে নেই খোলা , সেই জন্যই কিন্তু কোন সুপারস্টারের কাছেই কোন কাজ নেই তাই তারা এই লোক ডাউনের সময় পরিবারকে বিতরণ করেছে তারা পরিবারের সাথে সময় কাটাচ্ছে বিশেষ করে সালমান খান যাকে বলিউডের টাইগার বা বলিউডের অ্যাকশন হিরো বলা যেতেই পারে সে তার শরীরের ওপর নজর নিয়েছে এবং সে প্রতিনিয়ত ওয়ার্ক আউট করে চলেছে।

লকডাউন এ বাড়িতে বসে সবাই কোন বলিউড অভিনেতা অভিনেত্রী দের কাছেও কিন্তু কোন কাজ নেই কোন মুভির শুটিং নেই এই সময় আমাদের বলিউডের ভাইজান বা যাকে বলা হয় বলিউডের টাইগার দেখুন সে কি করছে সে কিন্তু সারাদিনই বাড়িতে বসে ফ্যামিলির সাথে টাইম দিচ্ছে এবং সবথেকে যার জন্য তিনি বিখ্যাত বা যার কথা না বললেই নয় সেটা হল সালমান খানের বডি বা সালমান খানের ওয়ার্কআউট সালমান খান কিন্তু নিজের দিকে এখন বিশেষ নজর দিয়েছে এই ফাঁকা সময় এই ফাঁকা সময় পেয়ে সালমান খান নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছেন এবং সে প্রতিদিন নিয়মিতভাবে ওয়ার্কআউট করছেন ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে তারই কিছু দৃশ্য এবং সামনেই ঈদেই তার মুভি আস্তে চলছিল তার নতুন মুভি কিন্তু রিলিজ পাওয়ার কথা ছিল সেই মুভির নাম রাধে দা মোস্ট ওয়ান্টেড কিন্তু সেই মুভি কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে, এই লকডাউন এর প্রভাব কিন্তু শুধু সাধারণ মানুষের ওপরে নয় পড়েছে বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রী দের ওপর তাদেরও কিন্তু বর্তমানে কোন সিনেমা বা কোন মুভির শুটিং হচ্ছে না তারাও কিন্তু বাড়িতে বসে এই লকডাউন টি পালন করে চলেছে

আপনাদের কাছে একটি বিশেষ আবেদন আপনারা কেউ লকডাউন কে হালকা ভাবে নেবেন না , ঘরে থাকুন সুস্থ থাকুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − twelve =