9 ই অঘ্রাণ 25 শে নভেম্বর বুধবারের রাশিফল। Jyotish Shastri Shri Anand maharaja
মেষ রাশি : কোন কাজ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। কারো কারো কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ রাশি : আশার সঞ্চার মনে আশার সঞ্চার করবে।
মিথুন রাশি : বন্ধন ভয়। অর্থাৎ প্রেমিক প্রেমিকা বন্ধন ভয় করবে।
কর্কট রশি : বন্ধু বিচ্ছেদ বন্ধু হওয়ার সম্ভাবনা আছে।
সিংহ রাশি : সিংহ রাশির জাতক-জাতিকাদের অর্থ আসবে । আজকের দিনে অর্থের আগমন হবে।
কন্যা রাশি : কন্যা রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় উন্নতি হবে।
তুলা রাশি : রাশির জাতক-জাতিকাদের কাজ কর্মে সাফল্য আসবে।
বৃশ্চিক রাশি : এই রাশির জাতক-জাতিকাদের আজকে আরোগ্য লাভ হবে।
ধনু রাশি : জাতক বা জাতিকা রা কোনো ঠকবাজ বা চোরের পাল্লায় পরতে পারেন।
মকর রাশি : মকর রাশির জাতক-জাতিকাদের অর্থহানি হতে পারে।
কুম্ভ রাশি : আজকের দিনে এই রাশির জাতক-জাতিকারা ভালো বন্ধু লাভ করবে।
মীন রাশি : মীন রাশির জাতক বা জাতিকা সম্মান বৃদ্ধি হবে।
সূর্য অস্ত যাবে 4.47 এ। আর আজ সারা রাত থাকবে একাদশী ।