সদ্য বাতিল হয়েছে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা। করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়তেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। ফলে বাকি তিনটি বিষয়ের মূল্যায়ন কীভাবে করা হবে? এই নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হচ্ছে নানান প্রশ্ন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে, এ ব্যাপারে নির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই হয়ে যাওয়া লিখিত পরীক্ষাগুলির মধ্যে যে বিষয়ের নম্বর সবচেয়ে বেশি বাতিল হওয়া পরীক্ষায় সেই নম্বরই দেওয়া হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে। যেমন, আগে নেওয়া পরীক্ষাগুলির মধ্যে যদি কোনও পরীক্ষার্থী সর্বাধিক ৮০ নম্বর পায় তবে বাতিল তিনটি বিষয়েই সে ৮০ নম্বর পাবে

তবে আরও কয়েকটি বিকল্প ভেবে রাখছে সংসদ। অনেক পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে উঠছে কিছু প্রশ্ন। যদি কোনও ছাত্র মনে করে বাকি তিনটি বিষয়ে সে আরও নম্বর পেতে পারতো, তবে সে কী ফের পরীক্ষায় বসতে পারবেন? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের পরীক্ষা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে যারা আবেদন করবে তাঁদেরই ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। যদিও এই বিষয়টি ভাবনা চিন্তায় রয়েছে, কোনও সিদ্ধান্তে আসা হয়নি বলেই জানা যাচ্ছে। অপরদিকে অভিভাবকদের একাংশের বক্তব্য, পরীক্ষার ফল প্রকাশ হলেই কলেজে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে ফের পরীক্ষায় বসা কতটা লাভ হবে? উঠছে প্রশ্ন। কারণ কলেজে ভর্তির জন্য বর্তমান ফলই বিবেচ্য হবে। পরবর্তী সময়ে ফের পরীক্ষায় বসে আরও বেশি নম্বর পেলেও কোনও লাভ হবেনা। আগামী জুলাই মাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 4 =