Calcutta time  :  বলিউডের মির্চি গার্ল হলেন রাখি সাওয়ান্ত। মাঝে মাঝেই সোশ‌্যাল মিডিয়ায় বোমা ফাটান তিনি। যদিও এটি একবারেই স্বাভাবিক একটি বিষয়। কারণ তিনি ঠোঁটকাটা অভিনেত্রী তা প্রায় সকলের কাছেই জানা। অবশ‌্য রাখি স্পষ্টা বক্তা, কারণ তিনি সোজা কথা সোজা ভাবেই বলতে বেশি পছন্দ করেন। তাই রেখেঢেকে কথা একেবারেই বলেন না। যদিও বিতর্ক রাখির একেবারেই পিছু ছাড়তে চায়না। সেই কারণে হঠাৎ করে এক মন্তব‌্য করে ঊসেন তিনি।

খবরের শিরোনামে তিনি চমক দিতেই বেশি পছন্দ করেন। কিছুদিন আগেই হঠাৎ তিনজ বিগ বসে জানিয়েছেন, রিতেশ নামে এক ব্যক্তির সাথে সম্পর্কে তিনি আছেন। রিতেশের পরিবার থাকার পরও রাখির সাথে তিনি সম্পর্ক করেছেন। এই কথা বলেই বিগ বসের সকলকে প্রায় অবাক করে দেন তিনি।

উল্লেখ্য, এরপরই কিছুদিন আগে একটি ফিল্ম অনুষ্ঠানে বয়ফ্রেন্ড আদিলকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের তিনি দুবাইয়ের সংসারের কথা জানান, “আদিল প্ল্যান করেছিল দুবাইয়ে ১০টি এপার্টমেন্ট কেনার। সেই এপার্টমেন্ট-এর একটাতেই আমরা সংসার করবো।” শুধু তাই নয়, রাখি জানায়, “মুম্বাইয়ের তুলনায় দুবাইয়ের ফ্ল্যাট বেশি সস্তার। তাই আদিল দুবাইতেই ফ্ল্যাট কিনছে!”

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here