মা বোনেদের জন্য মাত্র 1 টাকায় স্যানিটারি প্যাড ক্যালকাটা টাইম : আজ 74 তম স্বাধীনতা দিবস দেশের সর্বত্র পালন হয়েছে স্বাধীনতা দিবস দেশের শক্তির অধিকাংশ নারী শক্তি অর্ধাংশ বলতে পারেন আর এই নারী স্বাস্থ্যের দিকে শাস্ত্রের কথা মাথায় রেখে সরকার সর্বদা সতর্ক। আজ শনিবার 74 তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লা থেকে, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী।আর এই প্রসঙ্গে সরকারি উদ্যোগে দেশের মা বোনেদের কাছে মাত্র 1 টাকায় স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।

আজপ্র জানিয়েছেন দেশের প্রায় ছয় হাজার 6000 জনৌসধি কেন্দ্র থেকে মোট 5 কোটি মহিলা , মাত্র 1 টাকায় স্যানিটারি প্যাড কিনেছেন। শুধু গ্রামীণ এলাকাতেই নয় শহরে শিক্ষিত সমাজে ও ঋতুস্রাবের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া নিয়ে রয়েছে ট্যাবু।সেখানে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে এই বক্তব্য রাখেন আর এই বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা দেশ।

নারী সম্মান এবং নারীদের সমান অধিকারের  সাথে সাথে তাদের স্বাচ্ছন্দ্যর বিষয়ে ঘোষণা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা এবং প্রশংসা গোটা দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here