Calcutta time : ৫২০ ভরি শুধু সোনা। হ্যাঁ ঠিকই দেখছেন ৫২০ ভরির সোনার অলঙ্কারেই আগাগোড়া মোড়া দেবী কালী মূর্তি, এই কালীমূর্তি আর কারোর নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এবার অনুব্রতের কালী সেজে উঠছে ৫২০ ভরি সোনায় তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে এ বারেই প্রথম পুজো, সেদিক থেকে দেবীর অলঙ্কারে এই জাঁকের জয়ের উল্লাস বলে মনে করছেন অনেকে

প্রতি বছরই নিয়ম মেনে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে পুজো করে আসছেন  অনুব্রত, সেই পুজো দেখতে ভিড়ও হয়, এবারে অবশ্য কোভিড পরিস্থিতিতে প্রায় সব আয়োজন ছোট হয়েছে, তবে মা-এর গায়ে থাকবে ৫২০ ভরির সোনা এমনটা নিজেই জানিয়েছেন অনুব্রত

সূত্রের খবর, প্রথম বছর দেবীর গায়ে ছিল ১৮০ ভরি সোনা, এবছর বছর বেড়েছে সেই সোনার পরিমাণ।  তবে এবছর যেন সব রেকর্ড ছাপিয়ে গেল, প্রায় আড়াই কোটি মূল্যের গয়না পরছে অনুব্রত মন্ডলের এই কালী

অনুব্রত মণ্ডল সাফ জানিয়েছেন, “আমি একা নয়, সকলেই মায়ের জন্য গয়না দেয়, আমি তো বলেইছি মায়ের কাছে আমি যা চাই তাই পাই মা আমার কল্পতরু, আগেরবার চেয়েছিলাম বিধানসভা নির্বাচনে যেন ২২০-২৩০ টা ভোট পায় আমার দল, তাই হয়েছে আমরা জিতেছি”
এবছর চেয়েছেন, দলের মঙ্গল কামনায় পুজো দেন কিছুদিন আগেই বৃহত্‍ যজ্ঞেরও আয়োজন করেছিলেন, সেদিনই স্পষ্ট জানান মায়ের কাছে তিনি কেবল চান তাঁর দল যেন গোয়া ও ত্রিপুরার নির্বাচনে জয়লাভ করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here