Calcutta time : এবছর প্রথমবারের জন্য সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ অর্থাৎ রবিবার থেকে ৫ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। জানা যায় বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে যাবেন মমতা, সেখানকার রবীন্দ্রমঞ্চে পুলিশের উদ্য়োগে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন। বিশ্ববাংলা পুরস্কার প্রাপ্ত ক্লাবগুলির হাতেও পুরস্কার তুলে দেবেন তিনি
এছাড়াও ৫ দিনের সফরের কর্মসূচী হলো – *২৫শে অক্টোবর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিয়ে প্রশাসনিক বৈঠক
* ২৬শে অক্টোবর শিলিগুড়ি থেকে কার্শিয়ং-এ যাবেন
* ২৭শে অক্টোবর দার্জিলিং, কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক
* ২৮শে অক্টোবর শিলিগুড়ি হয়ে কলকাতা রওনা
আজ দুপুরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিমানবন্দর থেকে উড়ানে বাগডোগরা সেখান থেকে শিলিগুড়ি যাবেন তিনি
মূলত উত্তরবঙ্গের দুটি জায়গায় এই প্রশাসনিক বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি হবে শিলিগুড়িতে, অপরটি হবে কার্শিয়াংয়ে। যেহেতু কোচবিহার জেলায় দিনহাটায় উপনির্বাচন রয়েছে, তাই নির্বাচনী নিয়ম অনুসারে এই বৈঠক থেকে বাদ রাখা হয়েছে কোচবিহারকে
এরপর পাহাড় থেকে ফিরেই গোয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী, ইতিমধ্যেই সে রাজ্যে পৌঁছেছেন তৃণমূলের বর্ষীয়াণ নেতা সৌগত রায় সদ্য বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে আসা বাবুল সুপ্রিয়, সেখানে তাঁরা তৃণমূলের প্রচার অভিযান চালাবেন