পৌষ মাসের 9 তারিখ এবং ইংরেজি 25 ডিসেম্বর শুক্রবার রাশিফল

মেষ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে অর্থাৎ এই রাশির জাতক বা জাতিকা অর্থ আসবে এবং সম্মান বৃদ্ধি পাবে কর্ম ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে পদোন্নতি হবে|

বৃষ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের সব দিক থেকে অপচয় বৃদ্ধি পাবে অর্থাৎ অর্থ এ রাশির জাতক-জাতিকাদের চারিদিক থেকে অপচয় হবে|তাই বন্ধু-বান্ধব এবং যেসব জায়গায় অর্থ খরচ হবে সেই সব জায়গা না যায় সেটাই ভালো|

মিথুন রাশি : এই রাশির জাতক বা জাতিকাজাতক-জাতিকারা কর্মক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে সাফল্য হবে তাই তাদের পক্ষে এই দিনটি শুভ|

কর্কট রাশি : বা জাতিকা কোন ঝামেলায় পড়তে পারে অর্থাৎ এই রাশির জাতক বা জাতিকা ঝামেলা থেকে দূরে থাকবে তাহলে নানান সমস্যায় জড়িয়ে পড়বেন এবং নিজের ক্ষতি হবে|

সিংহ রাশি : এই রাশির জাতক বা জাতিকাশিক্ষার ব্যাপারে আগ্রহ বাড়বে এবং শিক্ষা নিয়ে অনেক কিছুঅধ্যায়ন করে তাদের পক্ষে আজকের দিন খুব শুভ|

কন্যা রাশি : এই রাশির জাতক বা জাতিকা আত্মীয় অর্থাৎ আত্মীয়রা এদের সাথে শুধু শুধু ঝগড়া বা অশান্তি করবে তাই বলছি তারা যেন আজকের দিন খুব সাবধানে থাকে|

তুলা রাশি : এই রাশির জাতক বা জাতিকা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবে|অর্থাৎ যারা খেলার দুনিয়ায় আছে তাদের পক্ষে আজকের দিনটি খুবই শুভ|

বৃশ্চিক রাশি : এই রাশির জাতক বা জাতিকা মানসিক সমস্যায় আক্রান্ত হবেন অর্থাৎ আজকের দিনে তাদেরকে মনে আঘাত করতে পারে|যারা প্রেমের সঙ্গে জড়িত আছে তাদের পক্ষে এই দিন ভালো না|

ধনু রাশি : এ রাশির জাতক-জাতিকারা অনেক গুণী জন এবং ট্যালেন্ট লোকের সাথে আজকের দিনে পরিচয় হবে এবং তাদের সাহায্য পাবে|তাই বলছি আজকের দিন তাদের পক্ষে খুবই শুভ|

মকর রাশি : এই রাশির জাতক-জাতিকাদের সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ এই রাশির জাতক বা জাতিকা বহু জায়গা থেকে অর্থ পাবে এবং লোকের সম্মান পাবে|এবং আজকের দিন খুব ভালো ভাবে কাটাবে|

কুম্ভ রাশি :এই রাশির জাতক বা জাতিকা দাম আজকের দিনে তাদের অনেক দিনের মনের বাসনা পূর্ণ করতে পারবে অর্থাৎ তারা যদি মনে মনে অনেকদিন ধরে কিছু আশা করে আজকের দিনে সেটি হতে পারে|

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে পরিবর্তন হবে বা কথাবাত্রা আজকের দিনে হতে পারে যারা সরকারি চাকরি করে তাদের পক্ষে এই দিন খুবই ভালো|

শুক্রবার একাদশী থাকবে রাত্রি দুটো 7 পর্যন্ত|সূর্যোদয় সকাল ছটা 21 এবং সূর্যাস্ত সন্ধ্যা চারটে 54 পর্যন্ত|নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং 25 শে ডিসেম্বর শুক্রবার যেন আপনাদের খুবই ভালো কাটে এটাই মায়ের কাছে কাম্য করি|প্রতিদিনের মত আজকে একটি টোটকা বলব যারা ঘুরতে যাবেন বা যারা বাড়িতে থাকবেন শুধু মনে মনে এই মন্ত্রটি পাঠ করবেন নমো সরস্বতী নমোনমো 108 বার দেখবেন আপনারা খুবই ভালো থাকবেন|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here