Calcutta time : দুর্গাপুরের বিধাননগরে একটি নার্সিং কলেজের হস্টেলের অধিকাংশ আবাসিকদের দাবি, “প্রায় এক সপ্তাহ ধরে রাত বাড়লেই ছাদ থেকে ‘অস্বাভাবিক শব্দ’ ভেসে আসছে।” এছাড়াও এই ঘটনাটি নিয়ে তারা তদন্তের দাবি তুলেছে।
সোমবার বিকেল ৪টে থেকে এক ঘণ্টা হস্টেলের সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, “আগামী ৯ই আগস্ট প্রথম সিমেস্টারের পরীক্ষা শুরু। পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না তাঁরা।” এদিকে হস্টেল কর্তৃপক্ষদের দাবি, “পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্যই এসব রটাচ্ছেন আবাসিক পড়ুয়ারা”।
উল্লেখ্য, দুর্গাপুরের শোভাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের নার্সিংয়ের পড়ুয়াদের রাখার জন্য বিধাননগরের একটি ভবনে হস্টেল তৈরি করা হয়েছে। সেখানে কলেজের প্রথম বর্ষের ৯৩ জন আবাসিক থাকেন।
তাঁদের অনেকেরই অভিযোগ, ‘‘অস্বাভাবিক’ আওয়াজের জেরে রাতে ঘুমোনো যাচ্ছে না। নিরাপত্তারক্ষীকে বলা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” হস্টেলের এক আবাসিক জেসমিন খাতুন বলেন, ‘‘বিভিন্ন রকম অস্বাভাবিক শব্দ কানে আসছে। কর্তৃপক্ষকে বললে উল্টে বলা হচ্ছে, পরীক্ষার ভয়ে আমরা মিথ্যা অভিযোগ করছি। কেন এ সব হচ্ছে, তা খুঁজে বার করা হচ্ছে না।’’
পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চে’র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি শ্রীকান্ত চট্টোপাধ্যায় জানান, “যুক্তি দিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সব কিছু বিচার করতে হবে। ওখানে কী ঘটেছে, আমাদের জানা নেই। তবে এ বিষয়ে কেউ যোগাযোগ করলে আমরা গিয়ে বিষয়টি কী, তা খতিয়ে দেখবো”