কোয়েল বিশ্বাস : ইউক্রেন থেকে পড়ুয়াদের ভারতে ফিরিয়ে আনতে সাহায্য করলো সোনু সুদ, ভারত সরকারের মিশন ‘অপারেশন গঙ্গা’-র মাধ্যমে ৬৩০০ মানুষকে ভারতে ফিরিয়ে আনলো তিনি ও তার টিম।

এর আগে তিনি কোরোনার সময় বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর দায়িতব নিয়েছিলেন। এবারও ঠিক একই ভাবে কোনো দিক না ভেবেই ইউক্রেনে আটকে থাকা ডাক্তারি পড়ুয়াদের বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করলেন। তিনি এবং তার টিম দ্বায়িত্ব নিয়ে ইউক্রেনের ভারতীয় পড়ুয়াদের সুস্থ ভাবে ফিরিয়ে এনেছেন। যবে থেকে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করছে ঠিক তবে থেকে বিভিন্ন রকম খবর ছড়িয়ে পরেছে চারিদিকে।

এরই মধ্যে ১মার্চ রাশিয়ার বোমাঘাতে মৃতু হয় এক ভারতীয় যুবকের। এই খবরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে তাদের পরিবার-পরিজনদের মধ্যে।

অনেকবারই তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু তাও বারবার তিনি বিপদগ্রস্ত মানুষের দিকে এগিয়ে গেছেন। এইবারও তার অন্যথা হয়নি। ইউক্রেন থেকে ৬৩০০ মানুষকে  ভারতে ফিরিয়ে আনতে সাহায্য করেছে সনু ও তার টিম। এইকাজে তাদের সাহায্য করেছেন ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়া। সেখানকার দূতাবাসের সহযোগিতায় প্রায় ৩০০ ছাত্রছাত্রীকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। দেশে ফিরে পড়ুয়ারা সোনু সুদকে ধন্যবাদ জানিয়েছেন।

পড়ুয়ারা দেশে ফেরার পর, তিনি টুইট করে বলেছেন “ইউক্রেনে আমাদের পড়ুয়ারা খুবই কষ্টে আছে, তাদের দেশে ফেরানোই ছিল সবচেয়ে কঠিন কাজ। আমি এই কঠিন কাজটি করতে সমর্থ হয়েছি। পাশে থাকার জন্য ভারত সরকারকে ধন্যবাদ, জয় হিন্দ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here