Calcutta time : বর্তমানে বি-টাউনে কান পাতলে একটা নামই সামনে আসছে, তা হলো গাঙ্গুবাই কাথিওয়ারী। এই ছবির জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে, ইতিমধ্যে যা বক্স অফিসে একশো কোটি তুলে এনেছে।
তবে আর বক্স অফিস নয়, এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। প্রথমসারির সংবাদমাধ্যমকে ছবির ডিস্টিবিউটরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। আর তার জন্যই অপেক্ষায় আছে এই ছবির অনুরাগীরা
এছাড়াও সম্ভাব্য, নেটফ্লিক্সেই মুক্তি পেতে চলেছে । ৮ সপ্তাহ পর অর্থাৎ টানা দুমাস ধরে এই ছবিটি বড় পর্দায় চলার পরই তা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। প্রথমটায় স্থির করা হয়েছিল ৪ সপ্তাহের পর, মুক্তি পাবে ওটিটি-তে ছবিটি, কিন্তু তা বড়পর্দায় ভালো ফলাফল করার ফলে যে আরও কিছুদিন পর্দায় ঝড় তুলবে তা নিশ্চিত।
উল্লেখ্য, বর্তমানে বি টাউনে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যাস্ত রয়েছেন আলিয়া ভাট। হাতে বেশ কিছু প্রজেক্ট এখনও অধরা। বি টাউনের অন্যতম অভিনেত্রীকে নিয়ে এখন যেন এক নয়া ঝড়। কারণ গাঙ্গু লুকে তিনি নিজেকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা প্রশংসার দাবি রাখে।




