Calcutta time : এবার নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের মামলা দায়ের করলেন পাণ্ডবেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। ফের গণনার দাবি তুলেছেন তিনি।

নন্দীগ্রামে রায় চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও ৪ কেন্দ্রের তৃণমূলের পরাজিত প্রার্থীরাও গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে দায়ের করেছে নির্বাচনী আবেদন। পুরুলিয়ার বলরামপুর কেন্দ্রে ভোট প্রক্রিয়ার যাবতীয় নথি যখন সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তখন পাল্টা কৌশল নিয়েছে বিজেপিও। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, ‘আইনি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরাও নির্বাচনী আবেদন করতে চাই। প্রস্তুতি প্রায় সারা’।  সেই পথে হেঁটে এবার হাইকোর্ট নির্বাচনী আবেদন দাখিল করেন পাণ্ডবেশ্বরের প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি।

উল্লেখ্য, ২০১৬-র ভোটে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। একুশের ভোটে আগে গেরুয়াশিবিরে নাম লেখান জিতেন্দ্র তিওয়ারি। পুরনো কেন্দ্রেই তাঁকে প্রার্থী করে বিজেপি। কিন্তু এবার আর জিততে পারেননি। তৃণমূল প্রার্থীর কাছে তিন হাজার ভোটে হেরে যান জিতেন্দ্র। নির্বাচন ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের মামলা করলেন তৃণমূলত্যাগী এই নেতা।

যদিও  নিয়ম অনুযায়ী, ফলপ্রকাশের ৪৫ দিনের মধ্যে আদালতে নির্বাচনী আবেদন দাখিল করতে হয়। এক্ষেত্রে অনেকটাই দেরি করে ফেলেছেন জিতেন্দ্র তিওয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here