
ক্যালকাটা টাইম : বিগত দিনগুলি যে হারে টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যার ভ্রুকুটি দেখাচ্ছে রাজ্য সরকার । শনিবার যে রিপোর্ট সেচ ও কৃষি দপ্তর পাঠিয়েছেন তাতে আগামী তিন দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, বলে নবান্ন সংখ্যা আলিপুর আবহাওয়া দপ্তর ।নতুন সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সোমবার থেকে টানা তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির আভাস দিয়েছে।যদি আরও বৃষ্টি হয় তাহলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি পড়ে জোয়ারের জল আসার ফলে সুন্দরবনের মিনাখা মোহনপুর বিদ্যাধরী থেকে সন্দেশখালি বাসন্তী সোনাখালী মৌসুমী পাথরপ্রতিমা নামখানা এবং সাগরদ্বীপের বহু নদীর বাঁধ ভেঙেছে। সেই সব বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই জানিয়েছে নবান্ন।
শনিবার উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাত না হলেও দুই 24 পরগনা নদীয়াতে ভালো বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দপ্তর 24 25 26 আগস্ট দক্ষিণবঙ্গের টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।গত কয়েক দিন বৃষ্টির ফলে নারায়ণ বাড়ির কাছে কপালের শরীর পশ্চিম মেদিনীপুরে বাখরাবাদের কাছে কোলাঘাট পশ্চিম মেদিনীপুরের রূপায়ণ পূর্ব মেদিনীপুরের দূর্বাচটি মালদা মানিকচক ঘাট এর গঙ্গা উত্তর 24 পরগনার গাইঘাটা গঙ্গা-যমুনা বিপদসীমার উপর দিয়ে বইছে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে বিগত দিনে।আবার যদি নিম্নচাপ হয় তাহলে বন্যা পরিস্থিতি আসন্ন বলে উদ্বেগ করেছেন নবান্নের কর্তারা
 
			