Calcutta time : আগামী সপ্তাহেই জন্মদিন, আবার মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘টনিক’, হঠাৎই আচমকা বাংলা ফিল্মের সুপারস্টার দেবের ট্যুইট ‘ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য, হ্যাঁ আমি সেরে উঠছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব তোমরা আমার টনিক তাই ভয়ের কিছু নেই’, তারই সঙ্গে জুড়েছেন লাল হৃদয়ের ইমোজি এই ট্যুইট দেখার পরই ভক্তদের মনে প্রশ্ন জাগতে শুরু করে কী হয়েছে প্রিয় নায়কের?
করোনাভাইরাসের চোখ রাঙানির সময় আচমকা এমন ট্যুইটে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জেগে উঠেছে দেবের ভক্তদের মনে
সূত্রের খবর, গত ২-৩ দিন ধরে জ্বরে ভুগছেন দেব, শীত পড়ার সময় মরসুম বদলানোর কারণেই সাধারণ জ্বরের প্রকোপে পড়েছেন অভিনেতা, তবে রবিবার তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন পুরসভার ভোট দিতেও দেখা গিয়েছে দেবকে, নতুন ছবি ‘টনিক’ মুক্তির আর কয়েকদিনের অপেক্ষা তার আগে প্রিয় অভিনেতার শরীর অসুস্থ হওয়া নিয়ে চিন্তায় ছিলেন তাঁর ভক্তরা, তাই তাঁদের নিরাশ না করতেই এদিন ট্যুইট করে নিজের শরীরে অবস্থা জানিয়েছেন দেব
ফের একবার ট্যুইটে রেখেছেন চমক নতুন মুক্তির অপেক্ষায় ছবির নাম টনিক, জ্বরের অসুস্থতায় ভক্তরাই যে দেবের জীবনের টনিক তাও একবার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন অভিনেতা এবং একই সঙ্গে কোনও কিছুতেই যে তিনি দমবার পাত্র নন, সেই সাহসও ব্যক্ত করেছেন নিজের ট্যুইটে, তৃণমূল সাংসদ তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা দেব, তার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থাও চালান, তাই জ্বরের মধ্যেও কাজ থেকে কোনও বিরতি নিতে পারেননি তিনি