স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ার অপরাধে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে পালালেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে বাংলাদেশর নওগাঁর ধামইরহাটে। আহত ব্যক্তির নাম হারুনুর রশিদ। তিনি বর্তমানে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী ফরিদা বেগম (৩৮) এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলতেন। বিষয়টি জানতে পেরে স্ত্রীকে নিষেধ করার পরেও পুনরায় ওই ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলায় মাস খানেক আগে স্ত্রীর ফোনটি কেড়ে নেন তিনি। হারুনুর রশিদ জানান, সেই ঘটনার পর থেকে তাদের পরিবারে দ্বন্দ্ব শুরু হয়। এমন অবস্থায় শনিবার রাতে স্ত্রী ফরিদা বেগম তাকে রাতের খাবার খেতে অনুরোধ করেন এবং একপর্যায়ে বাধ্য করে পোলাও খাইয়ে দেন। এতে তিনি অজ্ঞান হয়ে গেলে ধারালো হাসুয়া দিয়ে তার গোপনাঙ্গ কেটে স্ত্রী পালিয়ে যান। তিনি আরও জানান, পরে রাতে তাকে ধামইরহাট হাসপাতালে নিয়ে এলে আংশিক কেটে যাওয়া গোপনাঙ্গ একাধিক সেলাই দেন কর্তব্যরত চিকিৎসক। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় আহতের ভাই ধামইরহাট থানায় অভিযোগ করেছেন বলেও জানান।