Calcutta time : করোনার জেরে স্কুল খুলেছে প্রায় দেড় বছর পর কিন্তু এখনও স্কুলে যাচ্ছে না অধিকাংশ পড়ুয়া, সূত্রের খবর, বেশ কয়েকটি জেলায় এই ছবি চোখে পড়েছে, তাই সেই উপস্থিতির হার বাড়াতে এবার তৎপর শিক্ষা দফতর, স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি পাঠানোর পাশাপাশি বিকাশ ভবনের তরফে জেলা প্রশাসনকেও ওই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের শিক্ষা দফতরের  তরফ থেকে প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে গতকাল, আজ অর্থাৎ শনিবার জেলাগুলিকে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য খোলা হয়েছে স্কুল, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে পড়ুয়াদের উপস্থিতির হার আশানুরূপ নয়, এমনকি বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের স্কুলে ফেরার আবেদন করছেন শিক্ষকরাও, করোনা ভাইরাসের ভয় তো আছেই, সেই সঙ্গে অনেক পড়ুয়া স্কুল বন্ধ থাকায় অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তাই এই অনীহা বলে মনে করছেন বিশেষজ্ঞরা, এবার তৎপরতার সঙ্গে বিষয়টাতে নজর দেওয়ার কথা বলেছে শিক্ষা দফতর

স্কুলে স্কুলে হাজিরা বাড়ানোর জন্য বিশেষত সচেতনতার পাঠ দিতে হবে অভিভাবকদের, প্রত্যেক শনিবার করে চলবে সেই পর্ব, শনিবার করে সেই সংক্রান্ত রিপোর্টও দিতে হবে প্রধান শিক্ষকদের জেলা প্রশাসনকেও একাধিক পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফে, পার্শ্ব শিক্ষকরা অভিভাবকদের সচেতন করবেন পড়ুয়াকে স্কুলে ফেরানোর জন্য, প্রয়োজনে যাতে শিক্ষকরা পড়ুয়াদের বাড়ি বাড়ি যান, সেই নির্দেশও দেওয়া হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here