Calcutta time  :  বিশ্বের বিখ্যাত ক্রিকেটারদের মধ্যে তালিকায় যার নাম উঠে আসে তিনি হলেন সৌরভ গাঙ্গুলী। সকলের মহারাজা। আজ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জন্মদিন। বর্তমানে তিনি বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি যখন প্রাক্তন ক্রিকেটার ছিলেন তখন একাধিক রদবদল দেখা গিয়েছে এই পরিকাঠামোয়। তবে জানেন কি সৌরভ গাঙ্গুলির বর্তমানে মাসিক ইনকাম কত হয়? তিনি কোথায় থাকেন।

জানা যায়, সৌরভ গাঙ্গুলির নতুন ঠিকানা হলো কলকাতার মিন্টো পার্কের কাছে একটি জায়গায়। তিনি নিজেই একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ঠিকানা পরিবর্তনের বিষয়ে। এই ঠিকানা পরিবর্তনের ফলে সৌরভ গাঙ্গুলী মানেই আর বেহালার বীরেন রায় রোডের ‘মা মঙ্গলচণ্ডী ভবন’ থাকবে না।

উল্লেখ্য, ২৩.৬ কাঠার উপর এই বাড়িটি তিনি কিনেছেন ৪০ কোটি টাকা দিয়ে। তবে এই বাড়িটি সৌরভ গঙ্গোপাধ্যায় ভেঙ্গে নিজের মনমতো বাড়ি তৈরি করবেন বলেই জানা যাচ্ছে।

রিয়েল এস্টেট বিশেষজ্ঞরা অবশ্য বিল্ডিং না বানিয়ে তাঁকে বাংলো বানানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু কেন হঠাৎ এমন জায়গায় সৌরভ গাঙ্গুলী বাড়ি কিনলেন? এর কারণ হিসেবে জানা যাচ্ছে, যে জায়গায় তিনি বাড়িটি কিনেছেন সেই জায়গাটি কলকাতার মধ্যে হলেও রাস্তার একেবারে শেষ প্রান্তে। কিছুটা হলেও কোলাহলমুক্ত থাকতে পারবেন তারা

এছাড়াও বর্তমানে সৌরভের মোট সম্পত্তির পরিমান ৫০ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬৫ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here