Calcutta time : এবার ২০২৪ সালের দিল্লি থেকে মোদীকে হঠানোর লক্ষ্যে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের এখনও তিন বছর বাকি। তবে এখন থেকে বিরোধী জোট গঠনের সলতে পাকাতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। বুধবার বিকেল সাড়ে ৪টেয় সনিয়া গান্ধীর বাসভবনে হাজির হন মমতা। সেখানে থাকতে পারেন রাহুল গান্ধীও।
২০২৪ সালে বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিতে হবে বলে মনে করেন মমতা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, “লোকসভা ভোট এখনও দেরি আছে। তবে পরিকল্পনা তো আগে থেকে করতে হয়। উত্তরপ্রদেশ, ত্রিপুরা ও পঞ্জাবের নির্বাচন আছে তার আগে।” মঙ্গলবার মমতার সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা কমলনাথ ও আনন্দ শর্মা। বুধবার তিনি পৌঁছন সনিয়ার বাসভবন ১০ জনপথে। একুশে বিপুল ভোটে মমতা জিতে আসার পর এই প্রথম দু’জনের সাক্ষাৎ। ২০২৪ সালে জোট নিয়ে সনিয়ার সঙ্গে আলোচনা হতে পারে বলে খবর।
কংগ্রেস যে মমতার কাছাকাছি আসতে চাইছে তার ইঙ্গিত মিলেছিল বিধানসভা ভোটেই। রাজনীতির কারবারিরা মনে করিয়ে দিচ্ছেন, এ রাজ্যে একটি বারের জন্যেও প্রচারে আসেননি সনিয়া ও প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগে পেগাসাস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে মোদীকে নিশানা করা হয় কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘোষণা করেছেন, উপনির্বাচনে ভবানীপুরে প্রার্থী দেবে না কংগ্রেস।