Calcutta time : এবার রাজ্যে স্নাতকস্তরে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে সিলমোহর। এই সুবিধার কারণে রাজ্যের যেকোনো প্রান্তের পড়ুয়া বাড়িতে বসেই কলেজের স্নাতক স্তরে ভর্তির আবেদন করতে পারবেন।
সূত্রের খবর, সমস্ত কলেজে ভর্তির জন্য তৈরি হবে একটাই পোর্টাল। এনিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে, চলতি বছরেই কার্যকর হবে এই অনলাইন ব্যবস্থা। স্বচ্ছতার জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী।
এবার অনলাইন ব্যবস্থা চালু হলে, বাড়ি বসে যেকোনো কলেজে আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। কলেজে শারীরিকভাবে উপস্থিত হতে হবে না। এর পদ্ধতির মাধ্যমেই ওই পড়ুয়া জানতে পারবেন গোটা রাজ্যের হিসেবে তিনি কোন অবস্থানে রয়েছেন। উচ্চ শিক্ষা সংসদের অধীনে এই পোর্টাল থাকবে।
উল্লেখ্য, এর আগে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে একাধিক অসঙ্গতি, বেনিয়ম, স্বজনপোষণের অভিযোগ প্রকাশ্যে এসেছে। ভর্তির ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে শাসক দলের ছাত্র সংগঠনের। সেটা এড়াতেই এমন পদ্ধতির ভাবনাচিন্তা।
তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। তিনি বলেছেন, সেভাবেই এই সিদ্ধান্ত হল। পরিকাঠামো কী, এই বছরেই এই ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তারা করতে পারবেন কিনা সেই তথ্য নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই তথ্য জানিয়েছেন। এবার বসে সিদ্ধান্ত জানাবো।”