বিনীতা দাস : ব্যবসা শুরু করার জন্য সবার আগে সবথেকে প্রয়োজনীয় হল ফান্ড। ভালো আইডিয়া নিয়ে একটি ব্যাবসা শুরুর কথা ভাবতে গেলেও টাকা ছাড়া সেই ব্যবসা শুরু করা যায় না। বর্তমানে বেশ কিছু ব্যাঙ্ক ব্যবসার জন্য লোন দিয়ে থাকে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোন দেওয়া হয়ে থাকে। আবার বিভিন্ন ধরনের ব্যাঙ্কের সুদের হারও বিভিন্ন ধরনের হয় তবে দেশে কিছু এই ধরনের ব্যাঙ্ক থেকে লোন নিয়েই সহজে নিজেদের ব্যবসা শুরু করা যেতে পারে।
SBI :
দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যা কম সুদে বিজনেস লোন দিয়ে থাকে। ৫০ লাখ টাকা বিজনেস লোনের জন্য মার্চ মাসে এই ব্যাঙ্কের সুদের হার মাত্র ১১.২ শতাংশ। এই ধরনের বিজনেস লোনের জন্য ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত প্রসেসিং ফি নিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু তাও অন্য ব্যাঙ্কের তুলনায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজনেস লোনের সুদের হার কম। প্রায় ৫ বছরের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিজনেস লোন দেওয়া হয়ে থাকে
HDFC Bank :
বেসরকারি ব্যাঙ্কের মধ্যে দেশের সবথেকে বড় ব্যাঙ্ক এইচ.ডি.এফ.সি. (HDFC) কম সুদে বিজনেস লোন দিয়ে থাকে। মার্চ মাসে এই ব্যাঙ্কের তরফে প্রায় ১৬ শতাংশ সুদের হারে বিজনেস লোন দেওয়া হচ্ছে। এছাড়াও এই ব্যাঙ্কের তরফে ৪৯৯ টাকার প্রসেসিং ফি নেওয়া হয়। এইচ.ডি.এফ.সি. (HDFC) Bank ৬ মাস থেকে ৪৮ মাসের জন্য প্রায় ৭৫ লাখ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
Axis Bank :
বেসরকারি ব্যাঙ্কের মধ্যে দেশের দ্বিতীয় বড় ব্যাঙ্ক Axis যা কম সুদে বিজনেস লোন দিয়ে থাকে। প্রায় ১৫ শতাংশ সুদের হারে বিজনেস লোন দিয়ে থাকে এই ব্যাঙ্ক। Axis Bank-এর তরফে বিজনেস লোন হিসাবে প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। ১২ মাস থেকে ৩৬ মাস সময়ের জন্য এই ধরনের বিজনেস লোন দেওয়া হয়ে থাকে। এই ব্যাঙ্কের বিজনেস লোনে ব্যবসার ধরন অনুসারে সুদের হার পরিবর্তিত হয়।
ICICI Bank :
প্রায় ১৬ শতাংশ সুদের হারে বিজনেস লোন দিয়ে থাকে আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক প্রায় ৪০ লাখ টাকা পর্যন্ত বিজনেস লোন দিয়ে থাকে। ৬ মাস থেকে ৪৮ মাস সময়ের জন্য এই লোন দেওয়া হয়।




