একটি গানে মুখ দেখালে সালমান খান প্রায় 35 কোটি টাকা শুধুমাত্র মুখ দেখালে, আর সেখানে দাঁড়িয়ে গায়ক পাবেন শুধুমাত্র 25 হাজার টাকা। নেপোটিজম এরপর এবার পারিশ্রমিক নিয়ে সালমান খানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সংগীত জগতের খ্যাতনামা শিল্পী সনু নিগাম, সুশান্তের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ বিতর্ক নিয়ে সরব হচ্ছে সংগীত মহল ও।

ইতিমধ্যেই সঙ্গীত কোম্পানি ফ্রিজের ভুষণ কুমার এর সম্পর্কে একের পর এক অভিযোগ এনেছেন সনু নিগাম তা নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে সম্প্রীতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সনু নিগমের সাত বছর পুরনো একটি সাক্ষাৎকার ভিডিওতে ভুষণ কুমার কে উল্লেখ করে তিনি বলেছেন মিউজিক ইন্ডাস্ট্রিতে তাকে ব্রেক দিয়েছেন বাবা গুলসান কুমার, তবে তাকে লঞ্চ করেছেন আবার ভুষণ কুমার,সনু নিগমের কোথায় গুলসান কুমার বলতেন গানের ক্ষেত্রে গায়ক এবং সুরকার এর অধিক গুরুত্ব প্রাপ্ত কিন্তু ভূষণ বরাবর তার বাবার মত কে অগ্রাহ্য করে এসেছেন।

গানের প্রসঙ্গে একবার সালমান খান বলেছিলেন গায়ক-গায়িকাদের গানের রয়্যালিটি চাওয়া উচিত নয় কারণ গান অভিনেতা-অভিনেত্রীদের পারফরমেন্সের উপর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সনুনীগম পাল্টা যুক্তি তাহলে তো নায়ক নায়িকাদের দিয়ে বানানো যেকোন ভিডিও অ্যালবাম সুপার হিট হওয়ার কথা তা হলে হয়না কেন সেগুলি এ প্রসঙ্গে তিনি আরো বলেছেন গান হিট হওয়ার পিছনে গানের কথা সুর এগুলো শ্রোতাদের ভালো লাগে ।তিনি আরো বলেন আজ অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে কাল হয়তো সংগীতজগতের মধ্যে থেকে ওরম খবর আসতে পারে শুধু বলিউড নয় সংগীত জগতের রাজনীতি থেকে আরও বেশি অনেক গুণ জটিল বলিউড এর গানগুলি প্রধান রাস্তায় রয়েছে দুটি বড় মিউজিক কোম্পানির হাতে।

সালমান খানের নাম উল্লেখ না করেই বলেছেন শুনু নিজের গণ্ডির বাইরের মানুষ দেখতে থাকা সত্ত্বেও গান গাইতে দেন না তিনি তার একটি উদাহরণ অরিজিৎ সিং অনেক সময় সুরকারের পছন্দ হয়ে যাবার পরেও শেষ মুহূর্তে না বলে দেয় মিউজিক কোম্পানি গুলি,

“”Saree ke Fall sa”গানটি উল্লেখ করে বলেন গায়ক নাকাশ আজিজ আজ কোথাও কেউ জানে না অথচ ঠিক সময় রয়েল পেলে অনেক নতুন গায়ক গায়িকাদের লড়াইয়ে টিকে থাকতে পারতেন মুহুর্তের মধ্যে ভাইরাল তারা এই পোস্টগুলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here