Calcutta time : নুসরত জাহান কি প্লাস্টিক সার্জারি করেছেন? অভিনেত্রীর সব সাক্ষাৎকারেই এ প্রশ্ন উঠে এসেছে তবে আর না, এই প্রথম ক্যামেরার সামনে বেফাঁস মন্তব্য অভিনেত্রীর, বডি শেমিং থেকে শুরু করে সন্তানের জন্ম প্লাস্টিক সার্জারির গুঞ্জন থেকে মাতৃত্বের সময় মুড সুইং সব নিয়ে জানালো তিনি, ‘ইশক উইদ নুসরত’-এ শেয়ার করলেন এমন কিছু কথা যা এতদিন বলতে পারেননি

নুসরত জানিয়েছেন তাঁকে নিয়ে এত গুঞ্জন এত গসিপ কিন্তু তিনি সৎ, লাভিং অন্যের প্রতি ভাবেন এবং মুখের উপর কথা বলতে ভালবাসেন, সে জন্য সমস্যাতেও পরতে হয়েছে তাঁকে, তিনি জানান “চ্যাংড়ামো পছন্দ করি না, ক্লিয়ার কাট কথা বলি সে জন্য কেস খাই কেস খেয়ে আরও ক্লিয়ার কাট কথা বলি”

প্রসঙ্গত উল্লেখ্য, মাতৃত্বের সময় শারীরিক মানসিক নানা পরিবর্তন এসেছিল তাঁর, গাছ মারা গেলেও তিনি কাঁদতেন রাত তিনটের সময় উঠে কলা খেতে চাইতেন মাঝেমধ্যেই পাগলের মতো অনুভব করতেন, অনেক হরমোনাল চেঞ্জ হয়, তোমরা যে ভাব আমি নাকের অপারেশন করে নাক চেঞ্জ করেছি একদম তা নয়, ওই সময় হরমোনাল চেঞ্জের জন্য আমার নাকটা বড় হয়ে গিয়েছিল পা-ও বড় হয়ে গিয়েছিল

ঈশানকে তিনি এবং যশ দুজনে সামলাচ্ছেন, এ কথা আগেই জানিয়েছেন নুসরত বাবা হিসেবে যশকে ফুল মার্কসও দিয়েছেন যশকে নিয়ে বলে, ‘যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দেব আমি’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here