হয়ে যান সাবধান, বিপদ জানুন অ্যাপ টির সম্বন্ধে ক্যালকাটা টাইম : একটি অ্যাপ কেড়ে নিচ্ছে আপনার সবকিছু সাবধান হয়ে যান এখনই প্লে স্টোর থেকে কেউ নামাবেন না,Hypoxemia অর্থাৎ রক্তে অক্সিজেনের অভাব সহজে শনাক্ত করতে পারে এই মেশিন। কিন্তু দেড়-দু’ হাজার টাকা খরচ করে সকলে তো আর এই অক্সিমিটার কিনতে পারবেন না। তাই তাঁদের জন্য ইন্টারনেটে ঘোরা ফেরা করছে অক্সিমিটার অ্যাপ!
রাজ্য CID ও সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই রাজ্যবাসীকে এই ভুয়ো অক্সিমিটার অ্যাপ সম্পর্কে সতর্ক করে দিয়েছেনএই সব ভুয়ো অক্সিমিটার অ্যাপ ডাউনলোড করলে মোবাইলের সুরক্ষিত ইউজারের ব্যক্তিগত সমস্ত জরুরি তথ্য চলে যাবে হ্যাকার বা সাইবার জালিয়াতদের কাছে।সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভুয়ো অক্সিমিটার অ্যাপের সাহায্যে ইউজারের ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করে নেওয়ার ফলে কোনও ব্যক্তির আধার সম্পর্কিত সমস্ত তথ্য, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, অনলাইন ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ডের মতো সমস্ত জরুরি তথ্যই পৌঁছে যাবে সাইবার জালিয়াতদের কাছে।