Calcutta time : এবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের মানুষের জন্য একের পর এক নতুন পরিকল্পনা নিয়ে আসছে। রাজ্য সরকার মুম্বইয়ে বসবাসকারী উত্তরপ্রদেশের বাসিন্দাদের সাহায্যের জন্য একটি নতুন পথ খুলতে চলেছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুম্বইতে উত্তরপ্রদেশ সরকারের অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে মুম্বইতে বসবাসকারী উত্তরপ্রদেশের মানুষদের বিভিন্ন সরকারি কাজে উপকার হবে বলে জানা গেছে।
উত্তরপ্রদেশ সরকার মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে বসবাসকারী উত্তরপ্রদেশের মানুষদের চাকরি, ব্যবসা এবং শ্রমিকদের সহায়তার জন্য এই অফিস কাজ করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, মুম্বইয়ের জনসংখ্যার প্রায় ১.৮৪ কোটি। এর মধ্যে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ উত্তর ভারত থেকে সেখানে গিয়েছেন। এই জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠই উত্তরপ্রদেশের বাসিন্দা। এদের মধ্যে বেশিরভাগ মানুষই শিল্প, কারখানা, সেবাক্ষেত্র, ক্ষুদ্র ব্যবসা, ট্রান্সপোর্ট, খাদ্য ব্যবসা সহ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত।