প্রণব মুখার্জির মৃত্যুতে শোক মগ্ন গোটা দেশ।                  ক্যালকাটা টাইম : থেমে গেল লড়াই, শোকস্তব্ধ গোটা দেশ,সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে জানান বাবা আর নেই, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে 7 দনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য ঘোষণা করা হয়েছে ছুটি।

বিগত 9 আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের তারপরেই 10 আগস্ট তাকে দিল্লির কনটেনমেন্ট সিনা হাসপাতালে ভর্তি করা হয় তার পরীক্ষা রিপোর্ট খুব ভালো আসেনি এর সাথে সাথে তার করোনা রিপোর্ট পজেটিভ আছে, তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন তার করো ন রিপোর্ট। রুদ্ধশ্বাস লড়াইয়ে হার মানালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

তার মৃত্যুতে পিতৃহারা বীরভূমের কিনা হারা গ্রামের মেঠোপথ থাকার আশা করি এ সোজা রাষ্ট্রপতি ভবন এক বর্ণময় জীবন এসে গেলেন কিনা হাড়ের আদরের পল্টু। হাজার 935 সালে 11 ডিসেম্বর তার জন্ম হয়েছিল তার বাবার নাম ছিল কামদাকিঙ্কর মুখোপাধ্যায় তিনি স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।হাজার 979 সালে রাজসভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক নেতা হন প্রণব মুখোপাধ্যায় হাজার 980 তে জাতীয় কংগ্রেসের রাজ্যসভার প্রধান হন হাজার 986 সালে নিজের দল প্রতিষ্ঠা করেন নাম দেন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস তিন বছর পর 900 89 সালে রাজীব গান্ধীর মধ্যস্থতায় দুই কংগ্রেস।রাজীব গান্ধীর মৃত্যুর পর 991 সালে ফের বদল আছে তার রাজনৈতিক জীবনের নরসিমা রাও এর আমলে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হয়েছিলেন তিনি।

জঙ্গিপুর লোকসভায় জিতে 2004 সালে লোকসভা নেতা হন প্রণব মুখার্জি।তারপর 2004 সালে লোক মুখে ছড়িয়ে পড়েছিল প্রধানমন্ত্রী হচ্ছেন প্রণব মুখোপাধ্যায় কিন্তু সোনিয়া গান্ধী কংগ্রেস থাকে প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। 2012 সালে সক্রিয় রাজনীতি ছেড়ে 25 শে জুলাই রাষ্ট্রপতি হন প্রণব মুখোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here