Calcutta time : রোজ স্নান করা কারোর কাছে একটা তৃপ্তির ব্যাপার, আবার কারোর কাছে বিরক্তিকর, বাইরে থেকে কাজকর্ম সেরে বাড়িতে ফিরেই হোক কিংবা বাড়িতে সারাদিন কঠোর পরিশ্রমের পরে একটু স্নান শরীরকে অনেক তরতাজা করে তোলে, তবে এই সাধারণ স্নানকে আরও আকর্ষণীয়ও আরও উপকারী করে তোলার রাস্তাও রয়েছে, কিছু বিশেষ সামগ্রী আছে যা স্নানের জলে মিশিয়ে নিলে স্নান একটা বিশেষ ব্যাপার হয়ে ওঠে, হয়তো এর সঙ্গে কিছু সংস্কার বা লোকবিশ্বাসও জড়িত
যেমন, স্নানের জলে এক চিমটি নুন মিশিয়ে নিলে মনে করা হয় হীনম্মন্যতা দূর হয়ে মানসিক স্বাস্থ্য শক্তিশালী হয়, বিপর্যয়ের অভিঘাত কমে এমনিতেই কারও ঠান্ডা লাগলে বা গায়ে ব্যথা থাকলে জলে নুন মিশিয়ে স্নানের রেওয়াজ আছে

হলুদকে ভাগ্যের সমৃদ্ধিকারক মনে করা হয়, মনে করা হয়, স্নানের জলে এক চিমটে হলুদ মেশালে গুরুর কৃপা ঝরে পড়ে জীবনে, কর্মজীবনে উন্নতি আসে, বিবাহিত জীবন সুখে ভরে ওঠে, জীবনে আর্থিক সমৃদ্ধি দেখা দেয়
স্নানের জলে একটু সুগন্ধি যেমন আতর, চন্দন ইত্যাদি মিশিয়ে নিলে আর্থিক সঙ্কট দূর হয়, সুগন্ধিত স্নানজল শুক্রকে খুশি করে, ফলে শুক্রের অবস্থান জোরদার হয়, এর জেরে সারাক্ষণ সুন্দর এক অনুভূতিও ঘিরে থাকে

স্নানের জলে এক চামচ ঘি মিশিয়ে নিলে অনেক রকম অসুখ থেকেই মুক্তি পাওয়া যায় বলে বলা হয়
দুধ মেশানো জলে স্নান করলে খারাপ সময় দ্রুত বিদায় নেয় বলে বিশ্বাস, সৌভাগ্যও আসে দ্রুত ভালো থাকে স্বাস্থ্যও
অনেকে স্নানের জলে ১ চামচ কালো তিল মিশিয়ে নেওয়ার কথা বলেন, বলা হয় এমন করলে কিছুদিনের মধ্যেই কেটে যায় দীর্ঘদিনের আর্থিক দুর্দশা




