Tanmoy Das :  আজকাল অনেকেই দাড়ি রাখেন। কারণ, এটাই এখন হট ফ্যাশন! রণবীর সিং থেকে বিরাট কোহলি— সকলেই রাখছেন মুখভর্তি দাড়ি। আর দেখাদেখি এঁদের ভক্তকূলও দাড়ি রাখতে ব্যাকুল! কিন্তু ইচ্ছে থাকলেই তো আর সব সময় উপায় থাকে না! এমন অনেক যুবক আছেন, যাদের দাড়ি-গোঁফ তেমন ভাবে গজায় না। ফলে ইচ্ছে থাকলেও ট্রেন্ডি ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলা হয় না অনেকেরই। আজকাল বাজারে অবশ্য বেশ কিছু তেল বা লোশন পাওয়া যায়, যেগুলি মাখলে দ্রুত দাড়ি-গোঁফ গজায়, বাড়ে ঘনত্বও। কিন্তু সেগুলির দাম অনেক বেশি। তাছাড়া পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কাও রয়েছে। তাহলে উপায়! এমন বেশ কয়েকটি উপায় আছে যেগুলি দ্রুত দাড়ি-গোঁফ গজাতে সাহায্য করে, বাড়ায় দাড়ির ঘনত্বও। আসুন জেনে নেওয়া যাক…,

 

) অনেকেরই এটা ধারণা যে, বার বার দাড়ি কাটলে দাড়ি বেশি ঘন হয়। কিন্তু এ ধারণার তেমন কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। দাড়ি বাড়াতে চাইলে তা অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ পর পর ছাঁটুন।

 

 

২) পেঁয়াজের রসে রয়েছে সালফার। পেঁয়াজের রস মুখে, দাড়ির গোড়ায় লাগাতে পারলে তা দাড়ি দ্রুত বাড়তে সাহায্য করে।

 

৩) ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করলে দাড়ি দ্রুত গজাবে। বাড়বে দাড়ির ঘনত্বও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here