Calcutta time : দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, এছাড়াও বিশ্বের সর্বাধিক ধনী দশ ব্যক্তির তালিকাতেও নাম রয়েছে অম্বানী পরিবারের, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক মুকেশ অম্বানী নিজের পরিশ্রমে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে আজকের জায়গায় নিয়ে গেছেন

তবে পরবর্তী প্রজন্ম অর্থাৎ মুকেশ অম্বানীর ছেলে-মেয়েও ব্যবসার ভার গ্রহণ করতে চায়, এদিকে একের পর এক বাণিজ্যের সাম্রাজ্যের পরিবারে ফাটল ধরায় অম্বানী পরিবারও তাদের ব্যবসা বাণিজ্যের ভবিষ্যত কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে

এদিকে কাঁচা খিলাড়িও নন মুকেশ অম্বানী, জানা গিয়েছে তিনি বহু বছর ধরেই বাকি কোটিপতি পরিবারগুলির উপর নজর রেখেছেন, যারা তাদের বিপুল সাম্রাজ্যেকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়েছেন, ওয়াল্টন থেকে শুরু করে কোচ, বিশ্বের ধনীতম পরিবারগুলি কীভাবে পরবর্তী প্রজন্মের হাতে তাদের সাম্রাজ্যকে হস্তান্তর করেছেন এবং কীভাবে তাতে আরও প্রতিপত্তি এসেছে, তার নিয়ে রীতিমতো পড়াশোনা করেছেন মুকেশ অম্বানী

সম্পত্তি নিয়ে নিজের পরিবারেও ভাঙন দেখেই মুকেশ অম্বানীর পরিকল্পনা, নিজের বিপুল সাম্রাজ্যে তিন ছেলেমেয়ের মধ্যে এমনভাবে ভাগ করে, যাতে পরিবার একত্রিতই থাকে, এইভাবেই এগোতে চাইছেন মুকেশ অম্বানী, সূত্রের খবর মুকেশ অম্বানী নিজের পরিবারের যাবতীয় সম্পত্তিকে “ট্রাস্ট” কাঠামোয় পরিবর্তিত করার পরিকল্পনা করছেন, যেখান থেকে মুম্বইয়ের অবস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত হবে

নতুন এই বাণিজ্যিক কাঠামোয় মুকেশ অম্বানী, তাঁর স্ত্রী নীতা অম্বানী ও তিন ছেলে মেয়ে- ইশা, আনন্দ ও অনন্ত রিলায়েন্সের বোর্ডের সদস্য হবেন, এছাড়াও দীর্ঘদিনের সঙ্গী বিভিন্ন পরামর্শদাতা ও ম্যানেজমেন্টের অংশও থাকবেন তাঁরা, তবে পরিবারের সদস্যরা নয় বাইরে থেকে নিয়োগ করা পেশাদার কর্মীরাই দেশের সবথেকে বড় ও প্রভাবশালী সংস্থার নিত্যনৈমিত্তিক কাজ সামলাবেন বলে জানা গিয়েছে

উল্লেখ্য, অম্বানী পরিবারের তরফে তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ না খোলা হলেও ধীরে ধীরে বাণিজ্যিক ময়দানে মুকেশ অম্বানীর বদলে তাঁর ছেলে মেয়েদেরই দেখা যাচ্ছে, আকাশ এবং ইশা অম্বানী বর্তমানে রিলায়েন্স সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here