কলকাতার সময় : শেষ বিচারকারী অভিযোগের বিরুদ্ধে অভিযোগ করেছেন অভিযোগের অভিযোগ। ‘সিবিআই হেফাজতে মৃত্যু লালন শেখের’? মেঘালয় সফরেরগতিই এনিয়ে সরব মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “কাস্টডির কী হয়েছিল সিবিআইকে বিস্তারিত জানাতে হবে। লালন শেখের স্ত্রী এফআইআর করেছেন। আগামিকাল অর্থ্যাৎ কলকাতায় চবি সহ সিবিয়ের-অধিধি আমার অজয় ভাটনগর। সঙ্গে আরও ২ শীর্ষ অধিকারিক।
উল্লেখ্য, বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। ৪ ডিসেম্বর পড়েন তিনি। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাপে রাখা হয়েছিল লালনকে। আগামীকাল, সোমবার সিআইডি ক্যাপেরই শৌচাগারে পাওয়া যায় ঝুলন্ত দেহ, তা আবার বিবস্ত্র! পরিবারের লোকদের অভিযোগ, ‘সিবি আধিকারিকরা আর বলেছেন, শেষ দেখা দেখা, দেখতে পাবেন না! লালনের শারীরিক অবস্থাও ভালো ছিল না। তাঁকে জল ও খাবারও ঠিকমতো দেওয়া না’।
এদিন রামপুরহাট স্থানীয় ময়নাতদন্ত হয় লালন শেখের। তবে বাকি থাকতে থাকতে সকাল থেকে দফায় দফায় দাঁড় করালেন রামপুরহাটে সিবি আইয়ে অস্থায়ী ক্য়াম্পের সামনে। ‘সিবিআইকে গো-ব্যাক’, স্লোগান দেন লালনের পরিবারে।